Ajker Patrika

সিলেটে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমায় বাইপাস সড়কের মোমিনখলা এলাকার শাপলা আবাসিক হোটেল থেকে নিলীমা বেগম লিলি (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লিলির বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ারবন্দ গ্রামে।

কর্মচারীদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১০৫ নম্বর কক্ষের দরজা ভেঙে লিলির লাশ উদ্ধার করে। তবে এটি স্বাভাবিক না রহস্যজনক মৃত্যু এখনই বলতে পারছে না পুলিশ। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার। ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘হোটেলের পরিচালক জহির মিয়ার সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল বলে ধারনা করা হচ্ছে। পুলিশ হোটেল কর্তৃপক্ষের কাউকে না পেয়ে হোটেলটি তালাবদ্ধ করে রেখেছে। মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ঘটনার পর থেকে হোটেলের পরিচালক জহিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।’

কামরুল হাসান তালুকদার আরও বলেন, ‘এখনো লিলির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত