Ajker Patrika

পুঁজিবাজার ধ্বংস করে দেওয়া হয়েছে, সংস্কারে ৩০ দাবি ডিবিএর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২১: ৪৮
পুঁজিবাজার ধ্বংস করে দেওয়া হয়েছে, সংস্কারে ৩০ দাবি ডিবিএর

পুঁজিবাজারে কারসাজি রোধের মাধ্যমে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার জন্য যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল, গত ১৪ বছরে অনিয়মে তাঁদেরই সম্পৃক্ততা দেখা গেছে। পুঁজিবাজারের সুশাসন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।

এসব অভিযোগ তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ এবং স্টক এক্সচেঞ্জের পর্ষদের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগসহ ৩০ দাবি দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ সোমবার ঢাকা ক্লাবে ‘দেশের শেয়ারবাজারের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে ডিবিএর এসব দাবি তুলে ধরেন সভাপতি সাইফুল ইসলাম।

খায়রুল-শিবলী কমিশন পুঁজিবাজারকে ওলটপালট করে দিয়েছে উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ড. এম খাইরুল হোসেন ও অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান থাকা অবস্থায় অপেশাদার এবং অনৈতিক কর্মকাণ্ডের ফলে বাজারের কোনো উন্নতি হয়নি; বরং বিনিয়োগকারীদের আস্থা তলানিতে পৌঁছায়।

সাইফুল ইসলাম বলেন, ২০০৯-১০ সালে পুঁজিবাজার ধসের কারণ তদন্তে ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিশনের প্রতিবেদনে উঠে আসা কারসাজিতে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সেই কারসাজি চক্র আরও সক্রিয় হয়ে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে যায়।

ডিবিএ সভাপতি বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তাঁরা বাজারের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেটি পূরণে ব্যর্থ হয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, প্রতিটা অনিয়মে তাঁদের ব্যক্তিগত সম্পৃক্ততা পরিলক্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, কতিপয় ব্যক্তির স্বার্থ রক্ষার্থে ১৪ বছর ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সুশাসন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

নতুন অন্তর্বর্তী সরকারের কাছে ৩০ দাবি তুলে ধরে ডিবিএ। প্রথম দাবি হিসেবে সাইফুল ইসলাম বলেন, অবিলম্বে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে সব দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণ করতে হবে।

নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে সাইফুল ইসলাম বলেন, বিএসইসিতে অবশ্যই সৎ, যেকোনো চাপের মুখে অন্যায়কে রুখতে পারে—এমন দৃঢ় মানসিকতাসম্পন্ন এবং পুঁজিবাজার ও দেশের অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ দিয়ে কমিশন পুনর্গঠন করতে হবে। একইভাবে দেশের স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং সিসিবিএলের পর্ষদ পুনর্গঠন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত