পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৩
পাকিস্তান সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সামরিক কর্মকর্তা বলেছেন, আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে আজ মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়।