Ajker Patrika

পাকিস্তানে দাউদ ইব্রাহিমের ‘মৃত্যুর খবর’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২: ৫৮
Thumbnail image

পাকিস্তানের করাচিতে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরে ইন্টারনেট তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এ-সংক্রান্ত খবরের বিভিন্ন লিংকসহ দাবি করা হচ্ছে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমকে বিষপ্রয়োগ করা হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। 

এমনকি কেউ কেউ পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের এক্স অ্যাকাউন্টের একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন—যেখানে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাকারের এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশটটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। বেশ কিছু ফ্যাক্ট-চেকার স্পষ্ট করেছে যে, এটি কাকারের অ্যাকাউন্ট নয় এবং দাউদ ইব্রাহিমের বিষয়ে খবরটিও নিশ্চিত নয়। 

কাকারের ভুয়া ভাইরাল বার্তায় লেখা ছিল—‘মানবতার রক্ষক, প্রতিটি পাকিস্তানি হৃদয়ের প্রিয়, আমাদের প্রিয় মহামান্য দাউদ ইব্রাহিম অজানা বিষক্রিয়ায় মারা গেছেন। করাচির একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ 

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের নামে ভাইরাল এই পোস্টটিকে ভুয়া দাবি করেছে একাধিক ফ্যাক্ট চেকিং সাইট। কিন্তু ডিএফআরএসি নামে একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট তাদের এক্স অ্যাকাউন্টে দাবি করেছে, কাকারের নামে ছড়ানো ভাইরাল পোস্টটি তাঁর অফিশিয়াল অ্যাকাউন্টের সঙ্গে মেলে না। 

আরও বলা হয়েছে, স্ক্রিনশটটিতে ব্যবহারকারীর নামে একটি অতিরিক্ত ‘কে’ (ইংরেজি বর্ণমালা) রয়েছে। আর কাকার তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে সর্বশেষ পোস্টটি করেছিলেন ১৬ ডিসেম্বর। 

 ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী দাউদ ইব্রাহিম মুম্বাইয়ের ডোংরি বস্তি এলাকায় থাকতেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে একটি সিরিজ বোমা বিস্ফোরণের পর তিনি ভারত থেকে পালিয়ে যান। সেই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়েছিল এবং আহত হয়েছিল আরও সাত শতাধিক মানুষ। ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিম ওই হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত