পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য হওয়া সত্ত্বেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার নিজের নির্বাচনী এলাকা মিয়ানওয়ালি থেকে তিনি এ মনোয়নয়নপত্র জমা দেন। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জিও নিউজ অনুসারে, ইমরান খান জাতীয় পরিষদের ৮৯ নম্বর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন পিটিআই নেতা উমর বোদলা।
৭০ বছর বয়সী সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান ২০২২ সালের এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের রাজনৈতিক সংকটের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন। ২০১৮-২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে রাষ্ট্রীয় উপহার বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত হলে চলতি বছররে ৫ আগস্ট তিন বছরের জন্য কারাগারে পাঠানো হয়। তবে ইমরান খান বরাবরই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে এসেছেন।
সাজাপ্রাপ্ত হওয়ায় পাঁচ বছর ইমরান পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই মামলার সাজা বাতিলের দাবিতে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। কিন্তু হাইকোর্ট আবেদন প্রত্যাখ্যান করলে তাঁর দল সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ইমরানের আইনজীবীরা সাইফার মামলা বা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাঁর জামিন পেয়েছেন। তবে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। কেননা, তিনি আরও দুটি মামলায় গ্রেপ্তার রয়েছেন।
ইমরান খানের আইনজীবী সালমান সাফদার বলেছেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে জেল থেকে এখনই মুক্তি দেওয়া হবে কি না তা স্পষ্ট নয়। কারণ, তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে।
খানের আইনি দল বলছে, খানকে কারাগারে পাঠানো এবং তাঁকে নির্বাচনে অযোগ্য ঘোষণায় জেলা আদালতে রায়টি ভিত্তিহীন ছিল।
পাকিস্তানের সাধারণ নির্বাচন আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। এতে রাজনৈতিক দলগুলো এখনই ভোটারদের দৃষ্টি নিজেদের দিকে টানতে মাঠে নেমে পড়েছে।
পাকিস্তানের নতুন সরকারকে যে দুটি বড় সমস্যা মোকাবিলা করতে হবে তা হলো—অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠা—পিটিআই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানে এই দুটি সংকট তীব্র হয়ে উঠেছে।
কারা কেন্দ্র সরকার গঠন করতে পারে, তা এখনই বলা সম্ভব নয়, তবে বেশ কয়েকজন রাজনীতিবিদ ইঙ্গিত দিয়েছেন, কোনো জোট সরকারই দেশের শাসনভার নিতে যাচ্ছে, কারণ বর্তমানে কোনো রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং প্রধানমন্ত্রী নির্বাচন করার অবস্থানে নেই।
অযোগ্যতা সত্ত্বেও খান পিটিআইয়ের ভোটব্যাংকের বড় অনুপ্রেরণা ও নিয়ামক। দলটি সম্প্রতি সমর্থকদের মনোবল বাড়াতে খানের একটি এআই-জেনারেটেড অডিও প্রকাশ করে তার প্রমাণ দিয়েছে।
পিটিআই নির্বাচনে যাওয়ার সময় জটিলতায় পড়তে পারে। কারণ, ইমরান খান দলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এবং ব্যারিস্টার গোহর খানের হাতে ভার তুলে দিয়েছেন, যিনি প্রায় এক বছর ধরে দলে রয়েছেন।
পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য হওয়া সত্ত্বেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার নিজের নির্বাচনী এলাকা মিয়ানওয়ালি থেকে তিনি এ মনোয়নয়নপত্র জমা দেন। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জিও নিউজ অনুসারে, ইমরান খান জাতীয় পরিষদের ৮৯ নম্বর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন পিটিআই নেতা উমর বোদলা।
৭০ বছর বয়সী সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান ২০২২ সালের এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের রাজনৈতিক সংকটের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন। ২০১৮-২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে রাষ্ট্রীয় উপহার বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত হলে চলতি বছররে ৫ আগস্ট তিন বছরের জন্য কারাগারে পাঠানো হয়। তবে ইমরান খান বরাবরই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে এসেছেন।
সাজাপ্রাপ্ত হওয়ায় পাঁচ বছর ইমরান পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই মামলার সাজা বাতিলের দাবিতে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। কিন্তু হাইকোর্ট আবেদন প্রত্যাখ্যান করলে তাঁর দল সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ইমরানের আইনজীবীরা সাইফার মামলা বা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাঁর জামিন পেয়েছেন। তবে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। কেননা, তিনি আরও দুটি মামলায় গ্রেপ্তার রয়েছেন।
ইমরান খানের আইনজীবী সালমান সাফদার বলেছেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে জেল থেকে এখনই মুক্তি দেওয়া হবে কি না তা স্পষ্ট নয়। কারণ, তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে।
খানের আইনি দল বলছে, খানকে কারাগারে পাঠানো এবং তাঁকে নির্বাচনে অযোগ্য ঘোষণায় জেলা আদালতে রায়টি ভিত্তিহীন ছিল।
পাকিস্তানের সাধারণ নির্বাচন আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। এতে রাজনৈতিক দলগুলো এখনই ভোটারদের দৃষ্টি নিজেদের দিকে টানতে মাঠে নেমে পড়েছে।
পাকিস্তানের নতুন সরকারকে যে দুটি বড় সমস্যা মোকাবিলা করতে হবে তা হলো—অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠা—পিটিআই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানে এই দুটি সংকট তীব্র হয়ে উঠেছে।
কারা কেন্দ্র সরকার গঠন করতে পারে, তা এখনই বলা সম্ভব নয়, তবে বেশ কয়েকজন রাজনীতিবিদ ইঙ্গিত দিয়েছেন, কোনো জোট সরকারই দেশের শাসনভার নিতে যাচ্ছে, কারণ বর্তমানে কোনো রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং প্রধানমন্ত্রী নির্বাচন করার অবস্থানে নেই।
অযোগ্যতা সত্ত্বেও খান পিটিআইয়ের ভোটব্যাংকের বড় অনুপ্রেরণা ও নিয়ামক। দলটি সম্প্রতি সমর্থকদের মনোবল বাড়াতে খানের একটি এআই-জেনারেটেড অডিও প্রকাশ করে তার প্রমাণ দিয়েছে।
পিটিআই নির্বাচনে যাওয়ার সময় জটিলতায় পড়তে পারে। কারণ, ইমরান খান দলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এবং ব্যারিস্টার গোহর খানের হাতে ভার তুলে দিয়েছেন, যিনি প্রায় এক বছর ধরে দলে রয়েছেন।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১২ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
১৪ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
১৫ ঘণ্টা আগে