Ajker Patrika

পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৩

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫: ৫৫
পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৩

পাকিস্তানের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। নাম প্রকাশ না করে এক সেনা কর্মকর্তা বলেছেন, আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে আজ মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহতরা সামরিক বাহিনীর সদস্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র এএফপিকে জানিয়েছে, ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছে। কয়েকজনের পরনে সাধারণ জামাকাপড় ছিল বলে নিহত হওয়া সবাই সামরিক বাহিনীর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি বর্ষণ করে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা।

রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।

এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

জঙ্গি গোষ্ঠী টিজেপির সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। টিটিপি একটি ইসলামপন্থী সাম্প্রদায়িক গ্রুপ। তারা সরকারকে উৎখাতের মাধ্যমে ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত