অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও সাইফার মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত। গত বুধবার তাঁকে এবং তাঁর আমলের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এই মামলায় নতুন করে অভিযুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদালতের নথি থেকে দেখা গেছে, রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি কারাগারে স্থাপিত বিশেষ আদালত ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে এই মামলার শুনানির সময় পুনরায় অভিযুক্ত করেন। এর আগে এই মামলায় কোরেশিকে নির্দোষ বলে খালাস দেওয়া হয়েছিল। এ সময় তাঁদের দুজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগও গঠন করা হয়।
নতুন এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পুরো বিষয়টিই একটি সাজানো নাটক এবং এই নাটক মঞ্চস্থ করা হয়েছে মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুকে বাঁচাতে।
এ সময় ইমরান খান অভিযোগ করেন, তাঁর সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগেও একই অভিযোগ করেছিলেন তিনি। তবে ওয়াশিংটন ও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ওই সাইফার বা গোপন তারবার্তা পাঠানো হয়েছিল মূলত তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করতেই।
ইমরান খান বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের ভয়ে ভীত নই।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে এই মামলায় ন্যায়বিচার সম্ভব নয়। তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে রেখে কীভাবে একটি ন্যায়বিচার সম্ভব?’ এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয় তবে এর দায়দায়িত্ব আমৃত্যু আপনাকে বহন করতে হবে।’ প্রতিক্রিয়ায় আদালত তাঁকে স্মরণ করিয়ে দেন, ‘এটি আদালত এবং এখানে এমনভাবে কথা বলা অনুচিত।’
এর আগে ‘সাইফার মামলা নামে’ পরিচিত এই মামলায় প্রথমবারের মতো ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে অভিযুক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে গত নভেম্বরে ইসলামাবাদ হাইকোর্ট এই মামলাকে অন্তঃসারশূন্য বলে অভিহিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন কারাগারে বিশেষ আদালত স্থাপন করে এই মামলা চালানো ‘বেআইনি।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও সাইফার মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত। গত বুধবার তাঁকে এবং তাঁর আমলের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এই মামলায় নতুন করে অভিযুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদালতের নথি থেকে দেখা গেছে, রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি কারাগারে স্থাপিত বিশেষ আদালত ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে এই মামলার শুনানির সময় পুনরায় অভিযুক্ত করেন। এর আগে এই মামলায় কোরেশিকে নির্দোষ বলে খালাস দেওয়া হয়েছিল। এ সময় তাঁদের দুজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগও গঠন করা হয়।
নতুন এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পুরো বিষয়টিই একটি সাজানো নাটক এবং এই নাটক মঞ্চস্থ করা হয়েছে মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুকে বাঁচাতে।
এ সময় ইমরান খান অভিযোগ করেন, তাঁর সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগেও একই অভিযোগ করেছিলেন তিনি। তবে ওয়াশিংটন ও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ওই সাইফার বা গোপন তারবার্তা পাঠানো হয়েছিল মূলত তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করতেই।
ইমরান খান বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের ভয়ে ভীত নই।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে এই মামলায় ন্যায়বিচার সম্ভব নয়। তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে রেখে কীভাবে একটি ন্যায়বিচার সম্ভব?’ এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয় তবে এর দায়দায়িত্ব আমৃত্যু আপনাকে বহন করতে হবে।’ প্রতিক্রিয়ায় আদালত তাঁকে স্মরণ করিয়ে দেন, ‘এটি আদালত এবং এখানে এমনভাবে কথা বলা অনুচিত।’
এর আগে ‘সাইফার মামলা নামে’ পরিচিত এই মামলায় প্রথমবারের মতো ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে অভিযুক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে গত নভেম্বরে ইসলামাবাদ হাইকোর্ট এই মামলাকে অন্তঃসারশূন্য বলে অভিহিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন কারাগারে বিশেষ আদালত স্থাপন করে এই মামলা চালানো ‘বেআইনি।’
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে