পাকিস্তানে আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে লড়বেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী ডা. সাবিরা পারকাশ। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাবা ওম পারকাশ বিগত ৩৫ বছর ধরে পাকিস্তান পিপলস পার্টির সক্রিয় রাজনীতি করে আসছেন।
দ্য ডনকে সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তিনি তাঁর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান। বিশেষ করে তাঁর এলাকার নারীদের নিয়ে কাজ করার প্রতি বেশি জোর দেবেন। তিনি জানান, তাঁর লক্ষ্য হলো তাঁর সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিত করা। কারণ তাঁরা ‘নিপীড়িত ও অবহেলিত’।
সাবিরা চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জানান, ‘আমি আশাবাদী। দলের জ্যেষ্ঠ নেতারাই আমাকে এখান থেকে নির্বাচনে লড়ার বিষয়ে বাবাকে অনুরোধ করেছিলেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘মানবতার সেবা করা আমার রক্তে মিশে আছে।’
পাকিস্তানে আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে লড়বেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী ডা. সাবিরা পারকাশ। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাবা ওম পারকাশ বিগত ৩৫ বছর ধরে পাকিস্তান পিপলস পার্টির সক্রিয় রাজনীতি করে আসছেন।
দ্য ডনকে সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তিনি তাঁর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান। বিশেষ করে তাঁর এলাকার নারীদের নিয়ে কাজ করার প্রতি বেশি জোর দেবেন। তিনি জানান, তাঁর লক্ষ্য হলো তাঁর সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিত করা। কারণ তাঁরা ‘নিপীড়িত ও অবহেলিত’।
সাবিরা চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জানান, ‘আমি আশাবাদী। দলের জ্যেষ্ঠ নেতারাই আমাকে এখান থেকে নির্বাচনে লড়ার বিষয়ে বাবাকে অনুরোধ করেছিলেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘মানবতার সেবা করা আমার রক্তে মিশে আছে।’
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৪ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৪ ঘণ্টা আগে