Ajker Patrika

পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রথম হিন্দু নারী প্রার্থী সাবিরা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮: ০৪
পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রথম হিন্দু নারী প্রার্থী সাবিরা

পাকিস্তানে আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে লড়বেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী ডা. সাবিরা পারকাশ। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাবা ওম পারকাশ বিগত ৩৫ বছর ধরে পাকিস্তান পিপলস পার্টির সক্রিয় রাজনীতি করে আসছেন। 

সাবিরা পারকাশ। ছবি: সংগৃহীতদ্য ডনকে সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তিনি তাঁর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান। বিশেষ করে তাঁর এলাকার নারীদের নিয়ে কাজ করার প্রতি বেশি জোর দেবেন। তিনি জানান, তাঁর লক্ষ্য হলো তাঁর সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিত করা। কারণ তাঁরা ‘নিপীড়িত ও অবহেলিত’।

সাবিরা চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জানান, ‘আমি আশাবাদী। দলের জ্যেষ্ঠ নেতারাই আমাকে এখান থেকে নির্বাচনে লড়ার বিষয়ে বাবাকে অনুরোধ করেছিলেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘মানবতার সেবা করা আমার রক্তে মিশে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত