Ajker Patrika

শেরপুরে খুচরা ব্যবসায়ীর গুদামে ৫০০০ লিটার সয়াবিন তেল

শেরপুর প্রতিনিধি
Thumbnail image

শেরপুরে সাথী স্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুটি গোডাউন ও বাসা থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার বাজারে অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে ওই দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত তেল ন্যায্যমূল্যে জনসাধারণের কাছে বিক্রি করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শেরপুর সদর উপজেলার গাজীর খামার বাজারে সাথী স্টোর নামে একটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মালিক আবু সায়েম সাথীর বাসা ও দুটি গুদাম থেকে কার্টন ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে তিন মাসে আগের মূল্য লেখা রয়েছে। তবে মূল্যের সিল কৌশলে উঠিয়ে নতুন মূল্য বসিয়ে প্রতি লিটার সয়াবিন ২০০ থেকে ২১০ টাকা মূল্যে বিক্রি করছেন ওই দোকানি।

শেরপুর সদর উপজেলার গাজীরখামার বাজারে খুচরা বিক্রেতার দুটি গোডাউন ও বাসা থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করা হয়নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি ধারায় ব্যবসায়ী আবু সায়েম সাথীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সয়াবিন তেল জনসাধারণের মাঝে বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি করা হয়। 

এ ব্যাপারে শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত