ভিন্ন এক খবর দিলেন অর্ণব
গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত শায়ান চৌধুরী অর্ণব। তিনি গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন এবং সেই গান তুলে নেন কণ্ঠে। চিত্রশিল্পী হিসেবেও সুনাম রয়েছে তাঁর। এবার অর্ণবের নামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিচিতি। এবারের একুশে বইমেলায় প্রথমবারের মতো লেখক হিসেবে হাজির হচ্ছেন তিনি।