বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন বছরের শুরুতেই পরপর দুটি গান প্রকাশিত হলো আসিফ আকবরের। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। দুটি গানেই ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আসিফ।
গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের নতুন গান আয় ফিরে আয়। গানটিতে নতুন রূপে পাওয়া গেল আসিফকে। গানের ভিডিওতে দেখা গেল, একটি ব্যান্ড সেটআপ নিয়ে গাইছেন তিনি। রক ও মেটালের ফিউশন পাওয়া যাচ্ছে মিউজিকে। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন রাজিব মোনা। ‘দুচোখ ঢেকেছে কুয়াশা, মন তবু বাঁধে আশা’ এমন কথায় গানটি লিখেছেন জয় চক্রবর্তী। গানটি প্রকাশিত হয়েছে স্প্লেনডিড অডিও নামের ইউটিউব চ্যানেলে।
অন্যদিকে ৫ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো আসিফের নতুন গান মন জানে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুরকার ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গল্পনির্ভর একটি ভিডিও করা হয়েছে গানটির। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন সজীব, মহতারাম ও জিম। গানটি নিয়ে ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্য রকম এক অনুভূতি কাজ করে। আসিফ ভাইয়ের শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, সেভাবেই গানটি করা হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে।’ এর আগে ইমরানের সুর ও সংগীতে ‘এত কেন ভালোবাসি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ। সেই গানটিও ছিল স্নেহাশীষের লেখা।
নতুন গান নিয়ে আসিফ বলেন, ‘দুটি গানেই নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতা। গান দুটি প্রকাশিত হয়েছে ইংরেজি নতুন বছর উপলক্ষে। ফিরে আয় গানটি ব্যান্ডের আমেজে করা। গানটির কম্পোজিশন করেছেন রাজিব। মন জানে গানটি করেছে ইমরান মাহমুদুল। তার সঙ্গে আগেও একটি গান করেছি। ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। আমাদের দুজনকে দিয়ে গানটি করানোর মূল উদ্যোক্তা স্নেহাশীষ। তার কারণেই এত সুন্দর একটা গানের জন্ম হলো। আশা করছি দুটি গানই শ্রোতাদের মন জয় করবে।’
নতুন বছরের শুরুতেই পরপর দুটি গান প্রকাশিত হলো আসিফ আকবরের। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। দুটি গানেই ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আসিফ।
গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের নতুন গান আয় ফিরে আয়। গানটিতে নতুন রূপে পাওয়া গেল আসিফকে। গানের ভিডিওতে দেখা গেল, একটি ব্যান্ড সেটআপ নিয়ে গাইছেন তিনি। রক ও মেটালের ফিউশন পাওয়া যাচ্ছে মিউজিকে। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন রাজিব মোনা। ‘দুচোখ ঢেকেছে কুয়াশা, মন তবু বাঁধে আশা’ এমন কথায় গানটি লিখেছেন জয় চক্রবর্তী। গানটি প্রকাশিত হয়েছে স্প্লেনডিড অডিও নামের ইউটিউব চ্যানেলে।
অন্যদিকে ৫ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো আসিফের নতুন গান মন জানে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুরকার ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গল্পনির্ভর একটি ভিডিও করা হয়েছে গানটির। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন সজীব, মহতারাম ও জিম। গানটি নিয়ে ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্য রকম এক অনুভূতি কাজ করে। আসিফ ভাইয়ের শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, সেভাবেই গানটি করা হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে।’ এর আগে ইমরানের সুর ও সংগীতে ‘এত কেন ভালোবাসি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ। সেই গানটিও ছিল স্নেহাশীষের লেখা।
নতুন গান নিয়ে আসিফ বলেন, ‘দুটি গানেই নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতা। গান দুটি প্রকাশিত হয়েছে ইংরেজি নতুন বছর উপলক্ষে। ফিরে আয় গানটি ব্যান্ডের আমেজে করা। গানটির কম্পোজিশন করেছেন রাজিব। মন জানে গানটি করেছে ইমরান মাহমুদুল। তার সঙ্গে আগেও একটি গান করেছি। ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। আমাদের দুজনকে দিয়ে গানটি করানোর মূল উদ্যোক্তা স্নেহাশীষ। তার কারণেই এত সুন্দর একটা গানের জন্ম হলো। আশা করছি দুটি গানই শ্রোতাদের মন জয় করবে।’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
২১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
২১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
২১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২১ ঘণ্টা আগে