Ajker Patrika

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২২: ০৯
পড়শী। ছবি: সংগৃহীত
পড়শী। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। রোববার ছড়িয়ে পড়ে এমন গুঞ্জন। সংবাদমাধ্যমে প্রকাশিত হয় পড়শীর বিয়ের খবর।

সত্যতা যাচাই করতে পড়শীর সঙ্গে যোগাযোগ করতে গেলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর মা রহস্য জিইয়ে রেখে জানালেন, পড়শীর বিয়ের খবর সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে।

২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা দিয়ে ক্যারিয়ার শুরু হয় পড়শীর। সেই প্রতিযোগিতায় নীলয়ও অংশ নিয়েছিলেন। সেখান থেকেই তাঁদের পরিচয়। এত দিন তাঁরা সম্পর্কের খবর গোপন রেখেছিলেন।

২০১০ সাল থেকে নীলয় তাঁর পরিবারসহ নিউইয়র্কে থাকেন। গত বছর নীলয়ের পরিবার বাংলাদেশে আসে। সে সময় দুই পরিবার তাঁদের বিয়ের বিষয়ে কথা বলেন। তবে এ মুহূর্তে নীলয় ও পড়শীর বিয়ের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না দুই পরিবারের সদস্যরা।

নিলয়। ছবি: সংগৃহীত
নিলয়। ছবি: সংগৃহীত

পড়শীর বিয়ে নিয়ে জানতে চাইলে তাঁর মা আজকের পত্রিকাকে জানান, পড়শীর ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। বিয়ের খবরটি সত্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পড়শীর বিয়ের যে খবর ছড়িয়েছে, তা সত্যি হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। এই বিষয়ে আমাদের পরিবার থেকে কাউকে কোনো তথ্য দেওয়া হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত