বিনোদন ডেস্ক
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী সিধু। ক্যাকটাস ব্যান্ডের এই গায়কের দাবি, নচিকেতা চক্রবর্তীর বেশ কিছু গানের সুর বিভিন্ন শিল্পীর গান থেকে অনুপ্রাণিত। কয়েকটি উদাহরণও দিয়েছেন সিধু। এর মধ্যে নচিকেতার অন্যতম জনপ্রিয় গান ‘নীলাঞ্জনা ১’ তৈরি হয়েছে বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের একটি গানের অনুপ্রেরণায়।
‘টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ’ নামের একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিধু। এতে নিজের ক্যারিয়ার ও বিশ্বসংগীতের নানা বিষয় নিয়ে আলাপ করেছেন তিনি। কথায় কথায় আসে নচিকেতা চক্রবর্তীর প্রসঙ্গ। প্রসঙ্গক্রমে জানান, নচিকেতার মতো শিল্পীর কিছু গানের সুরও অন্য গান থেকে ইনফ্লুয়েন্সড।
এ প্রসঙ্গে নচিকেতার সুপারহিট গান ‘রাজশ্রী’ ও ‘নীলাঞ্জনা ১’-এর কথা উল্লেখ করেন সিধু। তিনি বলেন, ‘রাজশ্রী অবশ্যই ইনফ্লুয়েন্সড। “নীলাঞ্জনা ১” মানে “হাজার কবিতা বেকার সবই তা” গানটি অবশ্যই বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের গান থেকে নেওয়া।’ এরপর ফিডব্যাকের ‘দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান সিধু। ‘দিন যায়’ গানের সঙ্গে নীলাঞ্জনা গানটির সুরের কতখানি মিল, সেটা বোঝানোর চেষ্টা করেন।
সিধু আরও বলেন, ‘(নীলাঞ্জনার) কোরাসের পুরো সুরটা দিন যায় থেকে নেওয়া। ক্যাকটাসের যদি “হলুদ পাখি” হয়, আর নচিদার সে রকমই “নীলাঞ্জনা”। একটা মানুষের জীবনের সবচেয়ে হিট গানটা একটা বাংলাদেশি গানের থেকে অনেকাংশে ইনফ্লুয়েন্সড।’
এরপর সিধু উদাহরণ দেন নচিকেতার আরেক জনপ্রিয় গান ‘নীলাঞ্জনা ৩’-এর। এটি একটি স্প্যানিশ গান থেকে ‘ইনফ্লুয়েন্সড’ বলে জানান সিধু। স্প্যানিশ গানটির কয়েকটি লাইন গেয়েও শোনান। নচিকেতার ‘চল যাব তোকে নিয়ে’ গানের সুরও ব্রিটিশ গায়ক স্টিংয়ের একটি গান থেকে নেওয়া বলে জানান সিধু।
এরপরই সিধু বলেন, ‘অঞ্জন দত্ত কি নেয়নি সুর? অঞ্জন দত্তও নিয়েছেন। আমার একটা সুর ভালো লাগতেই পারে, কোনো কোনো সুর এতটাই প্রিয় হয়ে যায় যে মনে হয়, এটা নিয়েই কাজ করি। কিন্তু স্বীকারোক্তি করতে কী অসুবিধা আছে? এটা উল্লেখ করে দিতে তো কোনো অসুবিধা নেই যে এই গানটা উনার দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। এটা বলার মধ্যে কোনো দুর্বলতা নেই। বরং এটা ভাবমূর্তিকে অনেকটা স্বচ্ছ করতে পারে।’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী সিধু। ক্যাকটাস ব্যান্ডের এই গায়কের দাবি, নচিকেতা চক্রবর্তীর বেশ কিছু গানের সুর বিভিন্ন শিল্পীর গান থেকে অনুপ্রাণিত। কয়েকটি উদাহরণও দিয়েছেন সিধু। এর মধ্যে নচিকেতার অন্যতম জনপ্রিয় গান ‘নীলাঞ্জনা ১’ তৈরি হয়েছে বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের একটি গানের অনুপ্রেরণায়।
‘টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ’ নামের একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিধু। এতে নিজের ক্যারিয়ার ও বিশ্বসংগীতের নানা বিষয় নিয়ে আলাপ করেছেন তিনি। কথায় কথায় আসে নচিকেতা চক্রবর্তীর প্রসঙ্গ। প্রসঙ্গক্রমে জানান, নচিকেতার মতো শিল্পীর কিছু গানের সুরও অন্য গান থেকে ইনফ্লুয়েন্সড।
এ প্রসঙ্গে নচিকেতার সুপারহিট গান ‘রাজশ্রী’ ও ‘নীলাঞ্জনা ১’-এর কথা উল্লেখ করেন সিধু। তিনি বলেন, ‘রাজশ্রী অবশ্যই ইনফ্লুয়েন্সড। “নীলাঞ্জনা ১” মানে “হাজার কবিতা বেকার সবই তা” গানটি অবশ্যই বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের গান থেকে নেওয়া।’ এরপর ফিডব্যাকের ‘দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান সিধু। ‘দিন যায়’ গানের সঙ্গে নীলাঞ্জনা গানটির সুরের কতখানি মিল, সেটা বোঝানোর চেষ্টা করেন।
সিধু আরও বলেন, ‘(নীলাঞ্জনার) কোরাসের পুরো সুরটা দিন যায় থেকে নেওয়া। ক্যাকটাসের যদি “হলুদ পাখি” হয়, আর নচিদার সে রকমই “নীলাঞ্জনা”। একটা মানুষের জীবনের সবচেয়ে হিট গানটা একটা বাংলাদেশি গানের থেকে অনেকাংশে ইনফ্লুয়েন্সড।’
এরপর সিধু উদাহরণ দেন নচিকেতার আরেক জনপ্রিয় গান ‘নীলাঞ্জনা ৩’-এর। এটি একটি স্প্যানিশ গান থেকে ‘ইনফ্লুয়েন্সড’ বলে জানান সিধু। স্প্যানিশ গানটির কয়েকটি লাইন গেয়েও শোনান। নচিকেতার ‘চল যাব তোকে নিয়ে’ গানের সুরও ব্রিটিশ গায়ক স্টিংয়ের একটি গান থেকে নেওয়া বলে জানান সিধু।
এরপরই সিধু বলেন, ‘অঞ্জন দত্ত কি নেয়নি সুর? অঞ্জন দত্তও নিয়েছেন। আমার একটা সুর ভালো লাগতেই পারে, কোনো কোনো সুর এতটাই প্রিয় হয়ে যায় যে মনে হয়, এটা নিয়েই কাজ করি। কিন্তু স্বীকারোক্তি করতে কী অসুবিধা আছে? এটা উল্লেখ করে দিতে তো কোনো অসুবিধা নেই যে এই গানটা উনার দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। এটা বলার মধ্যে কোনো দুর্বলতা নেই। বরং এটা ভাবমূর্তিকে অনেকটা স্বচ্ছ করতে পারে।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে