Ajker Patrika

জাতীয় জাদুঘরে দৃশ্যমাধ্যম সমাজের দিনব্যাপী আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতীয় জাদুঘরে দৃশ্যমাধ্যম সমাজের দিনব্যাপী আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।

আয়োজকেরা জানিয়েছেন, একটি ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে দৃশ্যমাধ্যম সমাজ যাত্রা শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে। জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরতে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকবেন আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। আরও থাকবেন শিক্ষক, চলচ্চিত্রকর্মী, আলোকচিত্রী, থিয়েটারকর্মী, লেখক, সংগীত ও অভিনয়শিল্পী, রাজনৈতিক কর্মীসহ শিল্পমাধ্যমের নানা শাখার মানুষ।

বেলা ১১টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে ‘যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা’ শিরোনামের আলোচনা সভা দিয়ে। অংশ নেবেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ তাহির জামান প্রিয়র মা সামসী আরা জামান, শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনা এম সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাসান আশরাফ প্রমুখ।

বেলা ১১টা থেকে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলবে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের আলোকচিত্র, পোস্টার ও নাট্য প্রদর্শনী। বেলা ২টা থেকে একই গ্যালারিতে চলবে ‘ফ্যাসিবাদবিরোধী চলচ্চিত্র উৎসব ২০২৫’। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রধান মিলনায়তনে রয়েছে ‘তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তাচলে’ শিরোনামের জুলাই কথামালা। কথা বলবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, থিয়েটারকর্মী মোহাম্মদ আলী হায়দার, গীতিকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী হাসান ইথার, আলোকচিত্রী তাসলিমা আখতার, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ঋতু সাত্তার, চলচ্চিত্র প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু, নির্মাতা ও গবেষক সাজেদুল ইসলাম, নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ।

বিকেল সোয়া ৫টায় একই ভেন্যুতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন আলোকচিত্রী শহিদুল আলম, নারী অধিকারকর্মী শিরীন পারভীন হক, শিক্ষক ও থিয়েটারকর্মী সামিনা লুৎফা নিত্রা প্রমুখ।

সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। অংশ নেবেন কফিল আহমেদ, ওয়ারদা আশরাফ, মূয়ীয মাহফুজ, হাসান ইথার, দীপক সুমন, সিনা হাসান, আকিল আশরাফ, উপমা, নিজাম রাব্বি, শরীফ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত