Ajker Patrika

আঁখি আলমগীরের গান ‘জানের জান’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আঁখি আলমগীর। ছবি: ইনস্টাগ্রাম
আঁখি আলমগীর। ছবি: ইনস্টাগ্রাম

৭ জানুয়ারি ছিল সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবেই পালন করেছেন তিনি। জন্মদিন শেষ হতেই নতুন গান নিয়ে হাজির আঁখি আলমগীর। আজ রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর নতুন গান ‘জানের জান’।

জানের জান গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র। সৈকত রেজার নির্দেশনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। নতুন এই গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার নিজের কাছে ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক ঘরানার একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

আঁখি আলমগীর। ছবি: ইনস্টাগ্রাম
আঁখি আলমগীর। ছবি: ইনস্টাগ্রাম

আজ ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে জানের জান গানের প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে কথা বলবেন আঁখি আলমগীরসহ গানের গীতিকার, সুরকার, মিউজিক ভিডিওর মডেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানের জান গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

স্কুলছাত্রীর মৃত্যুতে স্তব্ধ মালয়েশিয়া, কাঠগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত