বিনোদন ডেস্ক
র্যাপ গায়িকা নিকি মিনাজের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর সাবেক ম্যানেজার। ব্র্যান্ডন গ্যারেট নামের ওই ট্যুর ম্যানেজারের অভিযোগ, নিকি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইচ্ছাকৃতভাবে মানসিক নির্যাতন করেছেন। এই অভিযোগে লস অ্যাঞ্জেলেসের আদালতে নিকির বিরুদ্ধে ৩ জানুয়ারি মামলাটি করা হয়েছে।
সংবাদমাধ্যম টিএমজেড ও ভ্যারাইটি জানিয়েছে, নিকি মিনাজ ও ব্র্যান্ডন গ্যারেটের মধ্যে ঘটনাটি ঘটে গত বছরের ২১ এপ্রিল। যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েটে লিটল সিজারস অ্যারেনায় সেদিন নিকির কনসার্ট ছিল। ব্যাকস্টেজে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্র্যান্ডনকে থাপ্পড় মারেন নিকি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কনসার্ট চলাকালীন ব্র্যান্ডন গ্যারেটকে নিকির ড্রেসিং রুমে ডেকে পাঠান গায়িকার নিরাপত্তাপ্রধান ল্যারি। সেখানে তখন নিকির আটজন স্টাফ উপস্থিত ছিলেন। স্টাফদের কাজকর্ম নিয়ে হতাশ ছিলেন গায়িকা। তাঁদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ব্র্যান্ডনকে একহাত নেন নিকি।
ব্র্যান্ডনকে প্রচণ্ড গালিগালাজ করেন। ডান গালে সজোরে থাপ্পড় মারেন। তাতে পড়ে যান ব্র্যান্ডন। এরপর নিকি তাঁর হাত মুচড়ে দেন। এমনকি নিকির স্বামী কেনেথ পেটির ভয় দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেন।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্র্যান্ডন। ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে বসে কেঁদেছেন। একপর্যায়ে মেসেজ করে তাঁকে জানানো হয়, পরবর্তী শো থেকে তাঁকে আর দরকার নেই। এ ঘটনায় নিকির ক্ষমাপ্রার্থনা, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ব্র্যান্ডন।
তবে ব্র্যান্ডন গ্যারেটের এই অভিযোগ অস্বীকার করেছেন নিকি মিনাজের আইনজীবী জুড বার্স্টেইন। তিনি জানান, বিশ্বজুড়ে নিকি তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। তাঁকে হেয় করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। যে সময়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে, সেটা পিঙ্ক ফ্রাইডে-টু সংগীতসফরের সময়ের। নিকির ক্যারিয়ারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। টিএমজেডকে তিনি বলেন, ‘এই মামলায় উল্লেখ করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিশ্বাস, এ মামলার রায় নিকির পক্ষেই যাবে।’
র্যাপ গায়িকা নিকি মিনাজের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর সাবেক ম্যানেজার। ব্র্যান্ডন গ্যারেট নামের ওই ট্যুর ম্যানেজারের অভিযোগ, নিকি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইচ্ছাকৃতভাবে মানসিক নির্যাতন করেছেন। এই অভিযোগে লস অ্যাঞ্জেলেসের আদালতে নিকির বিরুদ্ধে ৩ জানুয়ারি মামলাটি করা হয়েছে।
সংবাদমাধ্যম টিএমজেড ও ভ্যারাইটি জানিয়েছে, নিকি মিনাজ ও ব্র্যান্ডন গ্যারেটের মধ্যে ঘটনাটি ঘটে গত বছরের ২১ এপ্রিল। যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েটে লিটল সিজারস অ্যারেনায় সেদিন নিকির কনসার্ট ছিল। ব্যাকস্টেজে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্র্যান্ডনকে থাপ্পড় মারেন নিকি।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কনসার্ট চলাকালীন ব্র্যান্ডন গ্যারেটকে নিকির ড্রেসিং রুমে ডেকে পাঠান গায়িকার নিরাপত্তাপ্রধান ল্যারি। সেখানে তখন নিকির আটজন স্টাফ উপস্থিত ছিলেন। স্টাফদের কাজকর্ম নিয়ে হতাশ ছিলেন গায়িকা। তাঁদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ব্র্যান্ডনকে একহাত নেন নিকি।
ব্র্যান্ডনকে প্রচণ্ড গালিগালাজ করেন। ডান গালে সজোরে থাপ্পড় মারেন। তাতে পড়ে যান ব্র্যান্ডন। এরপর নিকি তাঁর হাত মুচড়ে দেন। এমনকি নিকির স্বামী কেনেথ পেটির ভয় দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেন।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্র্যান্ডন। ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে বসে কেঁদেছেন। একপর্যায়ে মেসেজ করে তাঁকে জানানো হয়, পরবর্তী শো থেকে তাঁকে আর দরকার নেই। এ ঘটনায় নিকির ক্ষমাপ্রার্থনা, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ব্র্যান্ডন।
তবে ব্র্যান্ডন গ্যারেটের এই অভিযোগ অস্বীকার করেছেন নিকি মিনাজের আইনজীবী জুড বার্স্টেইন। তিনি জানান, বিশ্বজুড়ে নিকি তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। তাঁকে হেয় করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। যে সময়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে, সেটা পিঙ্ক ফ্রাইডে-টু সংগীতসফরের সময়ের। নিকির ক্যারিয়ারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। টিএমজেডকে তিনি বলেন, ‘এই মামলায় উল্লেখ করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিশ্বাস, এ মামলার রায় নিকির পক্ষেই যাবে।’
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
৪ ঘণ্টা আগেবাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৭ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১৬ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১৬ ঘণ্টা আগে