বিনোদন প্রতিবেদক, ঢাকা
রোববার সকালে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর চুপ ছিলেন পড়শী। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বিকেল হতেই মন বদলালেন গায়িকা, নিজেই দিলেন সুখবর। পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর।
রোববার সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে আকদ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পড়শী। দীর্ঘ স্ট্যাটাসে জানান, তাঁর জীবনসঙ্গীর নীলয়ের পরিচয় এবং সম্পর্কের বিস্তারিত।
ফেসবুকে পড়শী লেখেন, ‘ভেবেছিলাম বিয়ের সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব। তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়।’
পড়শী জানান, প্রেম নয়, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছে তাঁদের। গায়িকা লেখেন, ‘প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।’
গত বছরের ৪ মার্চ নীলয় ও পড়শীর আকদ সম্পন্ন হয়। পড়শীর ইচ্ছা ছিল অনুষ্ঠান করে সবাইকে বিয়ের খবরটি জানানোর। তবে এর আগেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিব্রত তিনি, সঙ্গে আনন্দিতও।
পড়শী লেখেন, ‘গত ৪ মার্চ, ২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি, তাই চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’
পড়শী জানিয়েছেন, শিগগিরই দেশে আসবেন নীলয়। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।
রোববার সকালে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর চুপ ছিলেন পড়শী। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বিকেল হতেই মন বদলালেন গায়িকা, নিজেই দিলেন সুখবর। পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর।
রোববার সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে আকদ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পড়শী। দীর্ঘ স্ট্যাটাসে জানান, তাঁর জীবনসঙ্গীর নীলয়ের পরিচয় এবং সম্পর্কের বিস্তারিত।
ফেসবুকে পড়শী লেখেন, ‘ভেবেছিলাম বিয়ের সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব। তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়।’
পড়শী জানান, প্রেম নয়, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছে তাঁদের। গায়িকা লেখেন, ‘প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।’
গত বছরের ৪ মার্চ নীলয় ও পড়শীর আকদ সম্পন্ন হয়। পড়শীর ইচ্ছা ছিল অনুষ্ঠান করে সবাইকে বিয়ের খবরটি জানানোর। তবে এর আগেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিব্রত তিনি, সঙ্গে আনন্দিতও।
পড়শী লেখেন, ‘গত ৪ মার্চ, ২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি, তাই চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’
পড়শী জানিয়েছেন, শিগগিরই দেশে আসবেন নীলয়। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৫ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৫ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৫ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৫ ঘণ্টা আগে