Ajker Patrika

সাতক্ষীরা সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৩: ২১
সাতক্ষীরা সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরার খইতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুজ্জামান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোররাত ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের খইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে হাসানকে গুলি করে হত্যার কথা অস্বীকার করেছে বিএসএফ।

জানা গেছে, হাসানুজ্জামান সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের মক্তব মোড়ের হায়দার আলীর ছেলে। তিনি এক সন্তানের বাবা।

কুশখালি গ্রামের হায়দার আলী জানান, শনিবার রাত ১০টার দিকে হাসানুজ্জামান তার কাছে কিছু টাকা চায়। কাছে টাকা না থাকার কথা বলায় তিনি পার্শ্ববর্তী বাজারে চায়ের দোকানে যাচ্ছেন বলে চলে যান। পরে খইতলা সীমান্তের শূন্য রেখায় ভারতীয় দুবলী ক্যাম্পের বিএসএফ হাসানকে গুলি করে ফেলে রেখে গেছে বলে তিনি রোববার ভোর ৫টার দিকে মোবাইলে খবর পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোর ৬টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে খুলনায় নিয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়া নামক জায়গায় হাসান মারা যান।

তবে নিহত হাসানের শ্বশুর সদর উপজেলার ঘোনা মোল্লাপাড়ার সাইফুল ইসলাম জানান, তাঁর জামাতা ভারতীয় চোরাই পণ্য আনা-নেওয়ার জন্য পাসিংম্যান হিসেবে কাজ করত। পাঁচ মাসের এক সন্তানের বাবা হাসান। এক সপ্তাহ আগে তাঁকে পুলিশ ধরার পর ছেড়েও দিয়েছিল। শনিবার রাতে হাসান ভারতীয় পণ্য বাংলাদেশে আনার জন্য পাসিংম্যানের দায়িত্ব পালন করতে সীমান্তে অবস্থান করছিল। দুবলী ক্যাম্পের বিএসএফ তাঁকে গুলি করেছে বলে তিনি জেনেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, হাসানের পেটের ডান দিকে গুলিবিদ্ধ হয়। খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানের মৃত্যুর ব্যাপারে বিএসএফের কাছে জানতে চাইলে তারা অস্বীকার করেছে। তবে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক কিছুক্ষণ পর কালিয়ানি শূন্য রেখায় শুরু হবে। তবে নিহত হাসান অবৈধপথে আনা ভারতীয় পণ্য পাসিংয়ের কাজ করতেন বলে তিনি নিশ্চিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত