Ajker Patrika

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বাগেরহাটে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাতে বাগেরহাট শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাইফুলসহ পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (২৫) সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া গ্রামের সামছুল হাওলাদারের ছেলে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী বলেন, রোববার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন তিনি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা বড়বাশবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) তাঁকে মুখ চেপে ধরে বাড়ির পাশের সুপারি বাগানে নিয়ে যান। এরপর তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, নারীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত