কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে গত ২৭ জানুয়ারি পুলিশ পরিচয়ে পাঁচ-ছয় ব্যক্তি এক বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১০০ টাকা আদায়ের পর পালিয়ে যান। এরপর গতকাল সোমবার তাঁরা আবারও ওই বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে না পেয়ে ‘বোমা’ ফাটিয়েছেন বলে অভিযোগ বাড়ির মালিক অলিয়ার রহমানের।
সোমবার রাতে উপজেলার তালিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পারিবারিক ঝামেলার কারণে এটা হতে পারে বলছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন।
ভুক্তভোগী অলিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৭ জানুয়ারি রাতে মুখোশধারী পাঁচ-ছয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর অনেক কথা-কাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১০০ টাকা নিয়ে যান তাঁরা। সোমবার রাতে একইভাবে বাড়িতে প্রবেশ করেন তাঁরা। ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। ছেলের বউ আর মেয়ে বাড়িতে ছিল। ওই সময় তারা ভয় পেয়ে নিচে তালা দিয়ে ওপরের ঘরে চলে যায়। খবর পেয়ে বাড়ির দিকে রওনা দিই। আমাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়।’
অলিয়ার রহমান আরও বলেন, ‘এ বিষয়ে প্রথমেই কোটচাঁদপুর থানায় মামলা করতে গিয়েছিলাম। ওসি সাহেব না থাকায় মামলা করা হয়নি। সন্ধ্যায় আমাদের আবার থানায় যেতে বলেছেন।’
অলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে তিনি কোটচাঁদপুরের টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রাজন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় আমরা পাশের একটা মাহফিলে ডিউটি করছিলাম। স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় ঘটনাস্থল থেকে পটকা বিস্ফোরণের পর যা পড়ে থাকে, ওই ধরনের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন বলেন, ‘গেল ২৭ তারিখে তাঁদের কাছে পুলিশ পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১০০ টাকা নিয়ে যাওয়ার বিষয়ে তখন তাঁরা আমাদের জানাননি। এ ছাড়া পাশের পুলিশ ফাঁড়ির কাউকেও অবহিত করেননি। সোমবার রাতে আবার ওই ঘটনা। ঘটনাটির মধ্যে অন্য কিছু আছে বলে আমার মনে হচ্ছে। এটা কোনো পারিবারিক ঝামেলার কারণে হতে পারে। বিষয়টি আমি এসপি স্যারকে বলেছি। বাকিটা খোঁজখবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কী।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে গত ২৭ জানুয়ারি পুলিশ পরিচয়ে পাঁচ-ছয় ব্যক্তি এক বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১০০ টাকা আদায়ের পর পালিয়ে যান। এরপর গতকাল সোমবার তাঁরা আবারও ওই বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে না পেয়ে ‘বোমা’ ফাটিয়েছেন বলে অভিযোগ বাড়ির মালিক অলিয়ার রহমানের।
সোমবার রাতে উপজেলার তালিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পারিবারিক ঝামেলার কারণে এটা হতে পারে বলছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন।
ভুক্তভোগী অলিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৭ জানুয়ারি রাতে মুখোশধারী পাঁচ-ছয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর অনেক কথা-কাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১০০ টাকা নিয়ে যান তাঁরা। সোমবার রাতে একইভাবে বাড়িতে প্রবেশ করেন তাঁরা। ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। ছেলের বউ আর মেয়ে বাড়িতে ছিল। ওই সময় তারা ভয় পেয়ে নিচে তালা দিয়ে ওপরের ঘরে চলে যায়। খবর পেয়ে বাড়ির দিকে রওনা দিই। আমাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়।’
অলিয়ার রহমান আরও বলেন, ‘এ বিষয়ে প্রথমেই কোটচাঁদপুর থানায় মামলা করতে গিয়েছিলাম। ওসি সাহেব না থাকায় মামলা করা হয়নি। সন্ধ্যায় আমাদের আবার থানায় যেতে বলেছেন।’
অলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে তিনি কোটচাঁদপুরের টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রাজন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় আমরা পাশের একটা মাহফিলে ডিউটি করছিলাম। স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় ঘটনাস্থল থেকে পটকা বিস্ফোরণের পর যা পড়ে থাকে, ওই ধরনের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন বলেন, ‘গেল ২৭ তারিখে তাঁদের কাছে পুলিশ পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১০০ টাকা নিয়ে যাওয়ার বিষয়ে তখন তাঁরা আমাদের জানাননি। এ ছাড়া পাশের পুলিশ ফাঁড়ির কাউকেও অবহিত করেননি। সোমবার রাতে আবার ওই ঘটনা। ঘটনাটির মধ্যে অন্য কিছু আছে বলে আমার মনে হচ্ছে। এটা কোনো পারিবারিক ঝামেলার কারণে হতে পারে। বিষয়টি আমি এসপি স্যারকে বলেছি। বাকিটা খোঁজখবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কী।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৪ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২১ দিন আগে