নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মুসল্লিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. নজরুল ইসলাম (৫৮)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মঙ্গলবার দিবাগত রাতে খুলনায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আজ বুধবার ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধনের নামে প্রতারণার অপরাধে গত ৪মে (মঙ্গলবার) শাহবাগ থানায় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহা. ইয়াকুব আলী জুলমাতির অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা একটি আইনে মামলা করা হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা অর্গানাইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, হজ মৌসুমকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র বিভিন্ন মাওলানা বিশেষ করে মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানদের সরকারিভাবে হজের জন্য নিবন্ধিত হয়েছেন জানিয়ে ফোন করেন। গ্রেপ্তার হওয়া নজরুল ভুক্তভোগীদের কাছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। হজ পালনে নিবন্ধনের কাজ দ্রুত করতে ৭ হাজার ৫০০ টাকা পাঠানোর জন্য একটি বিকাশ বা নগদ নাম্বার দেন। টাকা পেতে দেরি হলে নিবন্ধন বাতিল হবে বলে জানায় অপরাধীরা।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ বছর যারা হজে যাবেন সরকারিভাবে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত 'হজ কল সেন্টারে- ০৯৬০২৬৬৬৭০৭)' ফোন করে তথ্য জেনে নেওয়ার অনুরোধ করেন।
গ্রেপ্তার নজরুলকে শাহবাগ থানার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর হয়। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মুসল্লিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. নজরুল ইসলাম (৫৮)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মঙ্গলবার দিবাগত রাতে খুলনায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আজ বুধবার ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধনের নামে প্রতারণার অপরাধে গত ৪মে (মঙ্গলবার) শাহবাগ থানায় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহা. ইয়াকুব আলী জুলমাতির অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা একটি আইনে মামলা করা হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা অর্গানাইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, হজ মৌসুমকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র বিভিন্ন মাওলানা বিশেষ করে মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানদের সরকারিভাবে হজের জন্য নিবন্ধিত হয়েছেন জানিয়ে ফোন করেন। গ্রেপ্তার হওয়া নজরুল ভুক্তভোগীদের কাছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। হজ পালনে নিবন্ধনের কাজ দ্রুত করতে ৭ হাজার ৫০০ টাকা পাঠানোর জন্য একটি বিকাশ বা নগদ নাম্বার দেন। টাকা পেতে দেরি হলে নিবন্ধন বাতিল হবে বলে জানায় অপরাধীরা।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ বছর যারা হজে যাবেন সরকারিভাবে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত 'হজ কল সেন্টারে- ০৯৬০২৬৬৬৭০৭)' ফোন করে তথ্য জেনে নেওয়ার অনুরোধ করেন।
গ্রেপ্তার নজরুলকে শাহবাগ থানার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর হয়। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫