Ajker Patrika

কুমারখালীতে মা ইলিশ ধরায় ৪ জেলেকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
কুমারখালীতে মা ইলিশ ধরায় ৪ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁদের কাছ থেকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মানদীর খেয়াঘাট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা-পুলিশের বিভিন্ন সদস্য।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা সদর থানার চর সাদিরাতপুর গ্রামের শামীম হোসেন, শাহিন আলী, জুয়েল হোসেন ও গনি মণ্ডল। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় সরবরাহ করা হয়েছে।

এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ইলিশ মাছ ধরা, কেনা, বেচা, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। সেই লক্ষ্যে আজ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়া, শিলাইদহ ও জগন্নাথপুর ইউনিয়নের পদ্মানদীতে অভিযান চালানো হয়।’

অভিযানে প্রায় পাঁচ কেজি ইলিশ মাছ ও প্রায় এক হাজার মিটার কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয় বলে জানান মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ২০ হাজার টাকা জরিমানা, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও মাছগুলো স্থানীয় এতিমখানায় সরবরাহ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত