Ajker Patrika

প্রাইভেট কারে এসে মন্দিরের ১০ কেজি ঘি ও মূর্তির মুকুট চুরি

প্রাইভেট কারে এসে মন্দিরের ১০ কেজি ঘি ও মূর্তির মুকুট চুরি

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মন্দির থেকে ১০ কেজি ঘি ও দেবতার মূর্তির মুকুট খোয়া গেছে। আজ শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, বসন্ত কুঞ্জ এলাকার একটি মন্দির থেকে ঘি ও মুকুটের পাশাপাশি দানবাক্স থেকে নগদ অর্থ ও ভক্তদের দেওয়া বিভিন্ন নৈবেদ্য চুরি হয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার পাশে অবস্থিত মন্দিরটিতে শনিবার ভোরের দিকে চুরির ঘটনা ঘটে। চোরেরা একটি গাড়িতে করে আসে এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে পুলিশ এখনো কাউকে চিহ্নিত করতে পারেনি। চুরি যাওয়া কোনো সম্পদও উদ্ধার হয়নি। 

অবশ্য মুকুটটি স্বর্ণের কিনা সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চুরি ঠেকাতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরপরই এর আগে এমন চুরির ঘটনা ঘটেছিল।

পুলিশ চোর ধরতে অভিযান শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত