শিরোপার লড়াইয়ে মাথায় আঘাত, আইরিশ বক্সারের মৃত্যু
আইরিশ বক্সার জন কুনি মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রমোটার মার্ক ডানলপ এক বিবৃতিতে ওই বিষয়টি নিশ্চিত করেছেন। ডানলপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে, এক সপ্তাহ জীবন-মৃত্যুর লড়াইয়ের পর জন কুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন সবার প্রিয় একজন সন্তান, ভাই ও জীবনসঙ্গী। আমরা