অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসমাইলি মুসলিমদের নতুন আধ্যাত্মিক নেতা হিসেবে রাহিম আল-হুসেইনিকে ‘আগা খান’ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি তাঁর বাবা প্রিন্স করিম আল-হুসেইনি চতুর্থ আগা খান-এর মৃত্যুর পর তিনি এই পদে অধিষ্ঠিত হলেন।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ৫৩ বছর বয়সী রাহিম আল-হুসেইনি তাঁর বাবার ইচ্ছা অনুসারেই ইসমাইলি মুসলিমদের ৫০ তম বংশগত ইমাম এবং পঞ্চম আগা খান হিসেবে মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাঁর বাবা পর্তুগালে মারা যান।
ইসমাইলি মুসলিমেরা তাঁদের নেতাকে নবী মুহাম্মদ (সা.)-এর প্রত্যক্ষ বংশধর হিসেবে মনে করেন এবং রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা দেন।
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং ইসমাইলি ধর্মীয় সম্প্রদায় এক বিবৃতিতে বলেছে—‘হিজ হাইনেস’ চতুর্থ আগা খান প্রিন্স করিম আল-হুসেইনি ইসমাইলি মুসলিমদের ৪৯ তম বংশগত ইমাম ছিলেন। তিনি পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
প্রিন্স রহিম আগা খান করিম আগা খানের জ্যেষ্ঠ পুত্র। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বিভিন্ন সংস্থার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।
এই সংস্থা মূলত স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। ৩০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করা এই সংস্থার বার্ষিক বাজেট প্রায় ১ বিলিয়ন ডলার, যা অলাভজনক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বরাদ্দ।
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে, প্রিন্স রহিম জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের প্রকল্পগুলোতে বিশেষভাবে আগ্রহী। প্রয়াত করিম আল-হুসেইনি আগা খান ১৯৫৭ সালের জুলাই মাসে ব্রিটিশ রানি এলিজাবেথের কাছ থেকে ‘হিজ হাইনেস’ উপাধি লাভ করেছিলেন। এর মাত্র দুই সপ্তাহ আগে তাঁর দাদা তৃতীয় আগা খান আকস্মিকভাবে তাঁকে ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন।
বহুমুখী প্রতিভাধর প্রয়াত করিম আগা খান ছিলেন একাধারে ব্যবসায়ী, সমাজসেবক এবং ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধের রক্ষক। তিনি মুসলিম সমাজ ও পশ্চিমা বিশ্বের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে রাজনৈতিক বিষয়ে সরাসরি সম্পৃক্ত হতে তিনি বিরত থাকতেন।
আগা খানের নামে পরিচালিত হাসপাতালগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসহ তাজিকিস্তান ও আফগানিস্তানের মতো অঞ্চলে গড়ে তোলা হয়েছে।
ইসমাইলি সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যগতভাবে ইরান, সিরিয়া ও দক্ষিণ এশিয়ায় বসবাস করলেও পরে পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও বসতি স্থাপন করেছেন। তাঁরা তাঁদের আয়ের সাড়ে ১২ শতাংশ পর্যন্ত আগা খান ফান্ডে দান করাকে ধর্মীয় কর্তব্য হিসেবে বিবেচনা করেন।
মুসলিম সমাজ নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শেনিলা খোজা-মুলজি জানিয়েছেন, ইসমাইলিরা তাঁদের ধর্মীয় ও দৈনন্দিন জীবনের বিষয়ে আগা খানের দিকনির্দেশনা অনুসরণ করেন। তারা বিশ্বাস করেন, উত্তরাধিকার বহন করা আগা খানের ঐশী জ্ঞান রয়েছে। এই জ্ঞান তাঁকে কোরআনের ব্যাখ্যা প্রদান করার ক্ষমতা প্রদান করে।
নতুন আগা খান প্রিন্স রহিমের সহোদর দুই ভাই ও এক বোন রয়েছেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসমাইলি মুসলিমদের নতুন আধ্যাত্মিক নেতা হিসেবে রাহিম আল-হুসেইনিকে ‘আগা খান’ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি তাঁর বাবা প্রিন্স করিম আল-হুসেইনি চতুর্থ আগা খান-এর মৃত্যুর পর তিনি এই পদে অধিষ্ঠিত হলেন।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ৫৩ বছর বয়সী রাহিম আল-হুসেইনি তাঁর বাবার ইচ্ছা অনুসারেই ইসমাইলি মুসলিমদের ৫০ তম বংশগত ইমাম এবং পঞ্চম আগা খান হিসেবে মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাঁর বাবা পর্তুগালে মারা যান।
ইসমাইলি মুসলিমেরা তাঁদের নেতাকে নবী মুহাম্মদ (সা.)-এর প্রত্যক্ষ বংশধর হিসেবে মনে করেন এবং রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা দেন।
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং ইসমাইলি ধর্মীয় সম্প্রদায় এক বিবৃতিতে বলেছে—‘হিজ হাইনেস’ চতুর্থ আগা খান প্রিন্স করিম আল-হুসেইনি ইসমাইলি মুসলিমদের ৪৯ তম বংশগত ইমাম ছিলেন। তিনি পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
প্রিন্স রহিম আগা খান করিম আগা খানের জ্যেষ্ঠ পুত্র। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বিভিন্ন সংস্থার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।
এই সংস্থা মূলত স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। ৩০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করা এই সংস্থার বার্ষিক বাজেট প্রায় ১ বিলিয়ন ডলার, যা অলাভজনক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বরাদ্দ।
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জানিয়েছে, প্রিন্স রহিম জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের প্রকল্পগুলোতে বিশেষভাবে আগ্রহী। প্রয়াত করিম আল-হুসেইনি আগা খান ১৯৫৭ সালের জুলাই মাসে ব্রিটিশ রানি এলিজাবেথের কাছ থেকে ‘হিজ হাইনেস’ উপাধি লাভ করেছিলেন। এর মাত্র দুই সপ্তাহ আগে তাঁর দাদা তৃতীয় আগা খান আকস্মিকভাবে তাঁকে ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন।
বহুমুখী প্রতিভাধর প্রয়াত করিম আগা খান ছিলেন একাধারে ব্যবসায়ী, সমাজসেবক এবং ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধের রক্ষক। তিনি মুসলিম সমাজ ও পশ্চিমা বিশ্বের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে রাজনৈতিক বিষয়ে সরাসরি সম্পৃক্ত হতে তিনি বিরত থাকতেন।
আগা খানের নামে পরিচালিত হাসপাতালগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসহ তাজিকিস্তান ও আফগানিস্তানের মতো অঞ্চলে গড়ে তোলা হয়েছে।
ইসমাইলি সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যগতভাবে ইরান, সিরিয়া ও দক্ষিণ এশিয়ায় বসবাস করলেও পরে পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও বসতি স্থাপন করেছেন। তাঁরা তাঁদের আয়ের সাড়ে ১২ শতাংশ পর্যন্ত আগা খান ফান্ডে দান করাকে ধর্মীয় কর্তব্য হিসেবে বিবেচনা করেন।
মুসলিম সমাজ নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শেনিলা খোজা-মুলজি জানিয়েছেন, ইসমাইলিরা তাঁদের ধর্মীয় ও দৈনন্দিন জীবনের বিষয়ে আগা খানের দিকনির্দেশনা অনুসরণ করেন। তারা বিশ্বাস করেন, উত্তরাধিকার বহন করা আগা খানের ঐশী জ্ঞান রয়েছে। এই জ্ঞান তাঁকে কোরআনের ব্যাখ্যা প্রদান করার ক্ষমতা প্রদান করে।
নতুন আগা খান প্রিন্স রহিমের সহোদর দুই ভাই ও এক বোন রয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে এমন একটি পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন, যেন গাজার যে কোনো বাসিন্দা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন। এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি ট্রাম্প বলেছেন—
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের অনুরোধের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের আগে সংঘটিত অপরাধের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনা
১ ঘণ্টা আগেসিএনএন জানিয়েছে, স্টেইন তাঁর বাড়ির পেছনের বাগানে গাছের চারপাশে স্তূপ করে রাখা কাঠের গুঁড়োর মধ্যে একাধিক সাপ দেখতে পান। পরে তিনি ‘র্যাপটাইল রিলোকেশন সিডনি’ নামে একটি প্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।
২ ঘণ্টা আগেমাখন দিন (২৫) নামের ওই যুবক জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার বিলাওয়ার এলাকার আদিবাসী। মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওতে মাখন দিন অভিযোগ করেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভয়ানক নির্যাতন করে। এরপর তাঁর কাছ থেকে জঙ্গি সম্পৃক্ততার...
৩ ঘণ্টা আগে