আইরিশ বক্সার জন কুনি মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রমোটার মার্ক ডানলপ এক বিবৃতিতে ওই বিষয়টি নিশ্চিত করেছেন। ডানলপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে, এক সপ্তাহ জীবন-মৃত্যুর লড়াইয়ের পর জন কুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন সবার প্রিয় একজন সন্তান, ভাই ও জীবনসঙ্গী। আমরা তাঁকে কখনোই ভুলতে পারব না। জন দ্য কিড কুনি, শান্তিতে থাকো।’
রোববার সিএনএন জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি বেলফাস্টের আলস্টার হলে অনুষ্ঠিত ম্যাচে জন কুনি তাঁর সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা রক্ষার জন্য লড়ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েলসের নাথান হাওয়েলস। কিন্তু কুনির মাথায় গুরুতর আঘাতের কারণে এই লড়াইটি নবম রাউন্ডে থামিয়ে দেওয়া হয়। তাঁকে দ্রুত বেলফাস্টের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ ঠেকাতে জরুরি অস্ত্রোপচারও করেন।
কুনির বাবা-মা এবং তাঁর বাগ্দত্তা অ্যামালিন হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তাঁরা কুনির জীবন বাঁচাতে দিনরাত চেষ্টা করেছেন। এ ছাড়া যারা জনের জন্য শুভকামনা ও প্রার্থনা করেছেন, তাঁদের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৩ সালের নভেম্বরে লিয়াম গেইনরকে পরাজিত করে কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা জয় করেছিলেন। তবে হাতে চোট পাওয়ার কারণে এক বছর রিংয়ের বাইরে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে তিনি আবারও লড়াইয়ে ফেরেন এবং তাম্পেলা মহারুসিকে হারান।
কুনির মৃত্যুতে শোকস্তব্ধ বক্সিং দুনিয়া। সাবেক ব্রিটিশ বক্সার রিকি হ্যাটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জনের মতো একজন প্রতিভাবান বক্সারকে হারানো সত্যিই হৃদয়বিদারক। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, জীবন অনিশ্চিত। প্রতিদিনকে শেষ দিনের মতো উপভোগ করতে হবে। আমার ভালোবাসা ও সমবেদনা জনের পরিবার ও কাছের মানুষদের প্রতি।’
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্যারি ম্যাকগিগান এক্স মাধ্যমে লিখেছেন, ‘জন ছিলেন একজন মেধাবী তরুণ বক্সার। তাঁর পরিবার, বাগ্দত্তা অ্যামালিন ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। শান্তিতে ঘুমাও, জন।’
আইরিশ বক্সার জন কুনি মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রমোটার মার্ক ডানলপ এক বিবৃতিতে ওই বিষয়টি নিশ্চিত করেছেন। ডানলপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে, এক সপ্তাহ জীবন-মৃত্যুর লড়াইয়ের পর জন কুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন সবার প্রিয় একজন সন্তান, ভাই ও জীবনসঙ্গী। আমরা তাঁকে কখনোই ভুলতে পারব না। জন দ্য কিড কুনি, শান্তিতে থাকো।’
রোববার সিএনএন জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি বেলফাস্টের আলস্টার হলে অনুষ্ঠিত ম্যাচে জন কুনি তাঁর সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা রক্ষার জন্য লড়ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েলসের নাথান হাওয়েলস। কিন্তু কুনির মাথায় গুরুতর আঘাতের কারণে এই লড়াইটি নবম রাউন্ডে থামিয়ে দেওয়া হয়। তাঁকে দ্রুত বেলফাস্টের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ ঠেকাতে জরুরি অস্ত্রোপচারও করেন।
কুনির বাবা-মা এবং তাঁর বাগ্দত্তা অ্যামালিন হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তাঁরা কুনির জীবন বাঁচাতে দিনরাত চেষ্টা করেছেন। এ ছাড়া যারা জনের জন্য শুভকামনা ও প্রার্থনা করেছেন, তাঁদের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৩ সালের নভেম্বরে লিয়াম গেইনরকে পরাজিত করে কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা জয় করেছিলেন। তবে হাতে চোট পাওয়ার কারণে এক বছর রিংয়ের বাইরে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে তিনি আবারও লড়াইয়ে ফেরেন এবং তাম্পেলা মহারুসিকে হারান।
কুনির মৃত্যুতে শোকস্তব্ধ বক্সিং দুনিয়া। সাবেক ব্রিটিশ বক্সার রিকি হ্যাটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জনের মতো একজন প্রতিভাবান বক্সারকে হারানো সত্যিই হৃদয়বিদারক। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, জীবন অনিশ্চিত। প্রতিদিনকে শেষ দিনের মতো উপভোগ করতে হবে। আমার ভালোবাসা ও সমবেদনা জনের পরিবার ও কাছের মানুষদের প্রতি।’
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্যারি ম্যাকগিগান এক্স মাধ্যমে লিখেছেন, ‘জন ছিলেন একজন মেধাবী তরুণ বক্সার। তাঁর পরিবার, বাগ্দত্তা অ্যামালিন ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। শান্তিতে ঘুমাও, জন।’
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৭ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৭ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৭ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৮ ঘণ্টা আগে