আইরিশ বক্সার জন কুনি মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রমোটার মার্ক ডানলপ এক বিবৃতিতে ওই বিষয়টি নিশ্চিত করেছেন। ডানলপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে, এক সপ্তাহ জীবন-মৃত্যুর লড়াইয়ের পর জন কুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন সবার প্রিয় একজন সন্তান, ভাই ও জীবনসঙ্গী। আমরা তাঁকে কখনোই ভুলতে পারব না। জন দ্য কিড কুনি, শান্তিতে থাকো।’
রোববার সিএনএন জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি বেলফাস্টের আলস্টার হলে অনুষ্ঠিত ম্যাচে জন কুনি তাঁর সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা রক্ষার জন্য লড়ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েলসের নাথান হাওয়েলস। কিন্তু কুনির মাথায় গুরুতর আঘাতের কারণে এই লড়াইটি নবম রাউন্ডে থামিয়ে দেওয়া হয়। তাঁকে দ্রুত বেলফাস্টের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ ঠেকাতে জরুরি অস্ত্রোপচারও করেন।
কুনির বাবা-মা এবং তাঁর বাগ্দত্তা অ্যামালিন হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তাঁরা কুনির জীবন বাঁচাতে দিনরাত চেষ্টা করেছেন। এ ছাড়া যারা জনের জন্য শুভকামনা ও প্রার্থনা করেছেন, তাঁদের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৩ সালের নভেম্বরে লিয়াম গেইনরকে পরাজিত করে কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা জয় করেছিলেন। তবে হাতে চোট পাওয়ার কারণে এক বছর রিংয়ের বাইরে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে তিনি আবারও লড়াইয়ে ফেরেন এবং তাম্পেলা মহারুসিকে হারান।
কুনির মৃত্যুতে শোকস্তব্ধ বক্সিং দুনিয়া। সাবেক ব্রিটিশ বক্সার রিকি হ্যাটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জনের মতো একজন প্রতিভাবান বক্সারকে হারানো সত্যিই হৃদয়বিদারক। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, জীবন অনিশ্চিত। প্রতিদিনকে শেষ দিনের মতো উপভোগ করতে হবে। আমার ভালোবাসা ও সমবেদনা জনের পরিবার ও কাছের মানুষদের প্রতি।’
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্যারি ম্যাকগিগান এক্স মাধ্যমে লিখেছেন, ‘জন ছিলেন একজন মেধাবী তরুণ বক্সার। তাঁর পরিবার, বাগ্দত্তা অ্যামালিন ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। শান্তিতে ঘুমাও, জন।’
আইরিশ বক্সার জন কুনি মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রমোটার মার্ক ডানলপ এক বিবৃতিতে ওই বিষয়টি নিশ্চিত করেছেন। ডানলপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে, এক সপ্তাহ জীবন-মৃত্যুর লড়াইয়ের পর জন কুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন সবার প্রিয় একজন সন্তান, ভাই ও জীবনসঙ্গী। আমরা তাঁকে কখনোই ভুলতে পারব না। জন দ্য কিড কুনি, শান্তিতে থাকো।’
রোববার সিএনএন জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি বেলফাস্টের আলস্টার হলে অনুষ্ঠিত ম্যাচে জন কুনি তাঁর সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা রক্ষার জন্য লড়ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েলসের নাথান হাওয়েলস। কিন্তু কুনির মাথায় গুরুতর আঘাতের কারণে এই লড়াইটি নবম রাউন্ডে থামিয়ে দেওয়া হয়। তাঁকে দ্রুত বেলফাস্টের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ ঠেকাতে জরুরি অস্ত্রোপচারও করেন।
কুনির বাবা-মা এবং তাঁর বাগ্দত্তা অ্যামালিন হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তাঁরা কুনির জীবন বাঁচাতে দিনরাত চেষ্টা করেছেন। এ ছাড়া যারা জনের জন্য শুভকামনা ও প্রার্থনা করেছেন, তাঁদের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৩ সালের নভেম্বরে লিয়াম গেইনরকে পরাজিত করে কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা জয় করেছিলেন। তবে হাতে চোট পাওয়ার কারণে এক বছর রিংয়ের বাইরে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে তিনি আবারও লড়াইয়ে ফেরেন এবং তাম্পেলা মহারুসিকে হারান।
কুনির মৃত্যুতে শোকস্তব্ধ বক্সিং দুনিয়া। সাবেক ব্রিটিশ বক্সার রিকি হ্যাটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জনের মতো একজন প্রতিভাবান বক্সারকে হারানো সত্যিই হৃদয়বিদারক। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, জীবন অনিশ্চিত। প্রতিদিনকে শেষ দিনের মতো উপভোগ করতে হবে। আমার ভালোবাসা ও সমবেদনা জনের পরিবার ও কাছের মানুষদের প্রতি।’
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্যারি ম্যাকগিগান এক্স মাধ্যমে লিখেছেন, ‘জন ছিলেন একজন মেধাবী তরুণ বক্সার। তাঁর পরিবার, বাগ্দত্তা অ্যামালিন ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। শান্তিতে ঘুমাও, জন।’
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হটাতে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার করে বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে সক্রিয় প্রচেষ্টা অন্যতম। সম্প্রতি মার্কিন সরকার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের নতুন নীতি গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক
২ ঘণ্টা আগেরাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে খুব শিগগির স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত না পেলে এই প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বার্তা সংস্থা
৩ ঘণ্টা আগেবিশ্বের চতুর্থ বৃহত্তম চা উৎপাদক দেশ কেনিয়া। দেশটির পশ্চিমাঞ্চলের নান্দি কাউন্টির সিতোই এস্টেটের পাহাড়ি এলাকায় রয়েছে চা শিল্প। ১৯৪৮ সালে এই নান্দিতে জমি অধিগ্রহণ করে চা বাগান গড়ে তোলে ব্রিটিশ-মালিকানাধীন চা উৎপাদনকারী কোম্পানি ইস্টার্ন প্রোডিউস কেনিয়া (ইপিকে)। বহু দশক ধরে নান্দিসহ কেনিয়ার অনেক...
৪ ঘণ্টা আগেঅনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকর্ডে পরিচয়ের সূত্রে ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণ করেছেন এক ব্যক্তি। এমন অভিযোগে ক্যালিফোর্নিয়ার ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ২৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ম্যাথিউ ম্যাকাটুনো নাভাল। গত রোববার (১২ এপ্রিল) তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে