ইতালির এক রাজনীতিবিদ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভেনিসের একটি সংরক্ষিত অঞ্চলে একটি বিরল প্রজাতির হাঁস গুলি করে মেরে ফেলেছেন। একটি ভিডিওতে এর প্রমাণও আছে।
ইতালির গ্রিন পার্টির নেতা আন্দ্রেয়া জানোনি জানান, ট্রাম্প জুনিয়র গত ডিসেম্বরে ভেনিস লেগুনে শিকার করতে গিয়েছিলেন। পরে সেখানে তিনি বিরল ‘রুডি শেলডাক’ প্রজাতির ওই হাঁসটিকে হত্যা করেছেন। এই হাঁসগুলোকে সমগ্র ইউরোপে সংরক্ষিত একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।
জানোনি জানান, এই অভিযোগের ভিত্তিতে তিনি ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে এই ভিডিওটি তদন্তের জন্য ইতালির কারাবিনিয়েরি পুলিশের কাছে জমা দিয়েছি।’
ইতালির এমিলিয়া রোমাগনা অর্নিথোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্তো টিনারেলি নিশ্চিত করেছেন, ‘ভিডিওতে থাকা পাখিটি একটি স্ত্রীজাতীয় রুডি শেলডাক। ইতালির আইনে এটি সংরক্ষিত এবং শিকার করা নিষিদ্ধ।’
ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বেশ কিছু হাঁস শিকারের কথা বলছেন।
ভিডিওতে ট্রাম্প জুনিয়র একটি কমলা রঙের হাঁসের শরীর স্পর্শ করে বলছেন—‘অনেক পটারি, বালি হাঁস ধরেছি। কিন্তু এটি আসলে একটি বিরল হাঁস। আমি নিশ্চিত নই, ইংরেজিতে এর নাম কী। তবে এটি ছিল একটি অসাধারণ শিকার।’
জানোনির দাবি, ভিডিওতে থাকা হাঁসটি আসলে রুডি শেলডাক, যা ইউরোপীয় ইউনিয়নের সংরক্ষণ আইনে সুরক্ষিত এবং ইতালিতেও শিকার নিষিদ্ধ।
জানোনি আরও জানান, শুধু বিরল হাঁস শিকার করাই নয়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আইন ভঙ্গ করেছেন ইতালিতে শিকারে অংশ নিয়ে। কারণ শুধুমাত্র ইতালির বাসিন্দারাই এখানে শিকারের অনুমতি পান।
যুক্তরাজ্যের সানডে টাইমস জানিয়েছে, শিকারের ওই ঘটনাটি ভেনিস লেগুনের দক্ষিণাঞ্চলীয় ভালে পিয়েরিম্পিয়ে অঞ্চলে ঘটেছে। ইতালির আইন অনুযায়ী, শুধুমাত্র আঞ্চলিক কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পাওয়া ব্যক্তিরাই শিকারে অংশ নিতে পারেন। ট্রাম্প জুনিয়রের এই লাইসেন্স ছিল না বলে অভিযোগ উঠেছে।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর আগেও বন্যপ্রাণী শিকারের কারণে সমালোচনার মুখে পড়েছেন। অতীতে তিনি লেপার্ড ও হাতি শিকার করে ছবি তুলেছেন। মঙ্গোলিয়ায় তিনি বিরল প্রজাতির আর্গালি ভেড়াও শিকার করেছিলেন।
ইতালির ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর মোনিকা সাম্বো এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ভেনিস লেগুনের মতো সংরক্ষিত এলাকায় বিরল প্রজাতির প্রাণী শিকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি ট্রাম্প জুনিয়রের সম্পৃক্ততা নিশ্চিত হয়, তাহলে তাঁকে সাধারণ নাগরিকের মতোই আইনের আওতায় আনা উচিত।’
ইতালির এক রাজনীতিবিদ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভেনিসের একটি সংরক্ষিত অঞ্চলে একটি বিরল প্রজাতির হাঁস গুলি করে মেরে ফেলেছেন। একটি ভিডিওতে এর প্রমাণও আছে।
ইতালির গ্রিন পার্টির নেতা আন্দ্রেয়া জানোনি জানান, ট্রাম্প জুনিয়র গত ডিসেম্বরে ভেনিস লেগুনে শিকার করতে গিয়েছিলেন। পরে সেখানে তিনি বিরল ‘রুডি শেলডাক’ প্রজাতির ওই হাঁসটিকে হত্যা করেছেন। এই হাঁসগুলোকে সমগ্র ইউরোপে সংরক্ষিত একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।
জানোনি জানান, এই অভিযোগের ভিত্তিতে তিনি ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে এই ভিডিওটি তদন্তের জন্য ইতালির কারাবিনিয়েরি পুলিশের কাছে জমা দিয়েছি।’
ইতালির এমিলিয়া রোমাগনা অর্নিথোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্তো টিনারেলি নিশ্চিত করেছেন, ‘ভিডিওতে থাকা পাখিটি একটি স্ত্রীজাতীয় রুডি শেলডাক। ইতালির আইনে এটি সংরক্ষিত এবং শিকার করা নিষিদ্ধ।’
ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বেশ কিছু হাঁস শিকারের কথা বলছেন।
ভিডিওতে ট্রাম্প জুনিয়র একটি কমলা রঙের হাঁসের শরীর স্পর্শ করে বলছেন—‘অনেক পটারি, বালি হাঁস ধরেছি। কিন্তু এটি আসলে একটি বিরল হাঁস। আমি নিশ্চিত নই, ইংরেজিতে এর নাম কী। তবে এটি ছিল একটি অসাধারণ শিকার।’
জানোনির দাবি, ভিডিওতে থাকা হাঁসটি আসলে রুডি শেলডাক, যা ইউরোপীয় ইউনিয়নের সংরক্ষণ আইনে সুরক্ষিত এবং ইতালিতেও শিকার নিষিদ্ধ।
জানোনি আরও জানান, শুধু বিরল হাঁস শিকার করাই নয়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আইন ভঙ্গ করেছেন ইতালিতে শিকারে অংশ নিয়ে। কারণ শুধুমাত্র ইতালির বাসিন্দারাই এখানে শিকারের অনুমতি পান।
যুক্তরাজ্যের সানডে টাইমস জানিয়েছে, শিকারের ওই ঘটনাটি ভেনিস লেগুনের দক্ষিণাঞ্চলীয় ভালে পিয়েরিম্পিয়ে অঞ্চলে ঘটেছে। ইতালির আইন অনুযায়ী, শুধুমাত্র আঞ্চলিক কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পাওয়া ব্যক্তিরাই শিকারে অংশ নিতে পারেন। ট্রাম্প জুনিয়রের এই লাইসেন্স ছিল না বলে অভিযোগ উঠেছে।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর আগেও বন্যপ্রাণী শিকারের কারণে সমালোচনার মুখে পড়েছেন। অতীতে তিনি লেপার্ড ও হাতি শিকার করে ছবি তুলেছেন। মঙ্গোলিয়ায় তিনি বিরল প্রজাতির আর্গালি ভেড়াও শিকার করেছিলেন।
ইতালির ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর মোনিকা সাম্বো এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ভেনিস লেগুনের মতো সংরক্ষিত এলাকায় বিরল প্রজাতির প্রাণী শিকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি ট্রাম্প জুনিয়রের সম্পৃক্ততা নিশ্চিত হয়, তাহলে তাঁকে সাধারণ নাগরিকের মতোই আইনের আওতায় আনা উচিত।’
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
১৬ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
৩৯ মিনিট আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগেফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। তবে বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি রাষ্ট্রকে চিহ্নিত করেছে, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এএফপির গণনায় ফ্রান্স অন্তর্ভুক্ত। কারণ, দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত...
৩ ঘণ্টা আগে