Ajker Patrika

এবার যুক্তরাজ্যের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত

অনলাইন ডেস্ক    
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২২
ব্রিটেন সরকারের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুইন। ছবি: সংগৃহীত
ব্রিটেন সরকারের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুইন। ছবি: সংগৃহীত

এক জুনিয়র মন্ত্রীকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ক্ষমতাসীন লেবার পার্টি থেকেও তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি হোয়াটসঅ্যাপ বার্তার কারণে জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইনকে গতকাল শনিবার বরখাস্ত করা হয়েছে।

তবে মন্ত্রীর দাবি, তাঁর বক্তব্য ভুল বোঝা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইন এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি ডেইলি মেইলের একটি প্রতিবেদনের পর দুঃখ প্রকাশ করছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি হোয়াটসঅ্যাপে তাঁর নির্বাচনী এলাকার জনগণ এবং অন্য সংসদ সদস্যদের নিয়ে অপমানজনক বার্তা পাঠিয়েছিলেন।

মন্ত্রী বলেন, ‘আমি গভীরভাবে আমার “ভুলভাবে বিচার করা” মন্তব্যগুলোর জন্য অনুতপ্ত এবং যে কোনো অসন্তোষের জন্য ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী এবং দলের নেওয়া সিদ্ধান্ত আমি বুঝতে পারছি। বরখাস্ত হওয়ায় আমি খুবই দুঃখিত, তবে সরকার ও জনগণকে যেকোনোভাবে সমর্থন করব।’

সরকারের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্টারমার জনসেবায় উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘যে কোনো মন্ত্রী এই মানদণ্ডে ব্যর্থ হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী দ্বিধা করবেন না।’

লেবার পার্টি গত জুলাইয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় পায়। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মুখে রয়েছে লেবার সরকার।

এর মধ্যে গত মাসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদের খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম। এর জেরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক পরিষেবার দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ পদত্যাগ করেন।

এর আগে গত নভেম্বরে পরিবহনমন্ত্রী লুইস হেইগ পদত্যাগ করেন। সরকারে যোগদানের আগে একটি ছোট অপরাধের জন্য দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত