Ajker Patrika

নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার সত্তরোর্ধ্ব এক নারী

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২২: ০২
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: জেরুজালেম পোস্ট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: জেরুজালেম পোস্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত নারী নেতানিয়াহুকে হত্যার জন্য নিজ হাতেই একটি বিস্ফোরক তৈরি করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি আরও কয়েকজন সরকারবিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নেতানিয়াহুর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করেন তিনি।

আজ বুধবার সিএনএন জানিয়েছে, ওই নারীর পরিচয় ও আবাসস্থল আদালতের নির্দেশে গোপন রাখা হয়েছে। তবে তদন্তের প্রয়োজনে আজ এ-সংক্রান্ত কিছু তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত ও লাহাভ-৪৩৩ ইউনিটের আন্তর্জাতিক অপরাধ বিভাগ এই তদন্ত পরিচালনা করেছে। দুই সপ্তাহ আগে ওই নারীকে গ্রেপ্তার করা হয় এবং পরে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তাঁর ওপর সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ ও প্রধানমন্ত্রীর কাছাকাছি আসায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএন জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের’ অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে।

ঘটনাটির প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা ইয়াইর লাপিদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ওপর হামলার যেকোনো প্রচেষ্টাকে আমি তীব্রভাবে নিন্দা জানাই। এমন কাজে জড়িত যে কারও বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত