Ajker Patrika

ঘটনার ২২ বছর পর খালাস মৃত্যুদণ্ডের আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৯: ০১
ঘটনার ২২ বছর পর খালাস মৃত্যুদণ্ডের আসামি

মাগুরায় ২০০০ সালের ২৬ মে ছুরিকাঘাতে খুন হন ৩৫ বছরের ইলতুতমিস মোল্লা। ওই ঘটনায় করা মামলায় ২০০৯ সালে শামীমসহ তিন জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।

তবে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে ২০১২ সালের ১৯ নভেম্বর দুজনকে খালাস দেন হাইকোর্ট। আর সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয় আসামি শামীমকে।

যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শামীম। শুনানি শেষে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর আপিল মঞ্জুর করে খালাস দেন।

এর মধ্য দিয়ে ২২ বছর আগের হত্যার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন শামীম। রাষ্ট্রপেক্ষর আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ‘মৃত্যুকালীন জবানবন্দির সঙ্গে সাক্ষীদের জবানবন্দির মিল নেই। এজন্য শামীমকে খালাস দিয়েছেন আদালত।’

তিনি আরও বলেন, ‘এই আসামি মামলা হওয়ার পর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন পাঁচ বছর। এরপর জামিনে মুক্তি পান। তবে বিচারিক আদালতে সাজা হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। তাঁর ১৮ বছর ৩ মাস সাজা খাটা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত