Ajker Patrika

রাজধানীর আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢামেক (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৩: ২৩
রাজধানীর আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীর আদাবর ১০ নম্বর রোডে বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিরাজ খান (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরে আহতকে অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত মিরাজের চাচা মো. ববি খান জানায়, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। মিরাজের বাবার নাম মো. শাহালম খান। গতকাল মিরাজ গ্রাম থেকে তাদের বাসায় আসে। রাতে বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ঘুরতে বের হয় মিরাজ। তখন হঠাৎ দুজন ছিনতাইকারী মিরাজের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা ও মোবাইল না দেওয়ায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিরাজের মাথা, হাতে এবং পিঠে ছুরিকাঘাত করে। মিরাজ চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সারে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মিরাজের মাথায়, হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত