Ajker Patrika

হত্যার পর আত্মহত্যা প্রচারে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ, স্ত্রীসহ আটক ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৭
হত্যার পর আত্মহত্যা প্রচারে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ, স্ত্রীসহ আটক ৩ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় নূর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করতে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ দুই শ্যালককে আটক করা হয়েছে। 

আজ রোববার দুপুরে ফতুল্লার মধ্য নরসিংহপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নূর ইসলাম শরিয়তপুর জেলার ডামুইডা এলাকার আব্দুল জলিল বেপারীর ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রি। স্ত্রী ও সন্তানকে ফতুল্লার নরসিংহপুরে শ্বশুরবাড়ি থাকবেন। 

পুলিশ জানায়, নূর ইসলামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মূলত তাঁকে হত্যার জন্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে একে আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী আসমা এবং দুই শ্যালক শাহজালাল ও মোজাফফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দা ও গলায় প্যাঁচানো দড়ি। 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ‘ধারণা করছি পারিবারিক কলহের জেরে নূর ইসলামকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় নিহতের সন্তানেরা বিদ্যালয়ে ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী ও দুই শ্যালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত