Ajker Patrika

ফের সড়ক বিভাজকে বাস, নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৯: ১৮
ফের সড়ক বিভাজকে বাস, নিহত ১ 

রাজধানীর নিকুঞ্জে এনা পরিবহনের বাস সড়ক বিভাজকে উঠে যাওয়ার রেশ কাটতে না কাটতেই গুলিস্তানে শ্রাবণ পরিবহনের একটি বাস সড়ক বিভাজকে উঠে গেছে। ঘটনায় বাসের ধাক্কায় এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গুলিস্তানের জিপিও মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন। 

নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। যদিও এখনো তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন-তুষার (৩৫), আনোয়ার হোসেন (৩৩), আব্দুর রশীদ (৬৫)। 

ওসি সালাউদ্দিন বলেন, জিপিও মোড়ের পাশে বিকেল ৩টার দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহতের খবর পাওয়া গেছে।

পুলিশ এরই মধ্যে বাসটিকে জব্দ করেছে স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলিস্তান ফ্লাইওভারের নিচে থাকা অবস্থায় শ্রাবণ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি জিপিও মোড়ের কাছাকাছি এসে সড়ক বিভাজনের ওপরে থাকা রেলিংয়ে উঠে যায়। এ সময় চারজন গুরুতর আহত হয়। তাঁদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে একজন মারা যান। বাকি তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তানের জিপিও মোড়ে শ্রাবণ বাসের চাপায় আহত চরজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় জানা যায়নি। 

ঢাকা মেডিকেলে থাকা পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, এই ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বাসটিকে জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত