সাখাওয়াত ফাহাদ, নারায়ণগঞ্জ থেকে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া এম এল আফসার উদ্দিন নামে লঞ্চটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে ডুবে যাওয়া লঞ্চটিকে তোলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। সবশেষ দুপুর ১টা ২০ মিনিটে নিখোঁজ সোনারগাঁওয়ের হরিয়ান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে খাইরুন ফাতিমার (৪০) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
লঞ্চডুবির ঘটনায় এখনো নিশ্চিতভাবে নিখোঁজ রয়েছেন ৪ জন। তাঁরা হলেন-ডেমরার বাসিন্দা আবদুল্লাহ আল যাবের আদনান (৩২), মুন্সিগঞ্জের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন হাতেম (৫৫), আরোহী (৩) ও যোবায়ের হোসেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মো. শামীম বেপারী উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে জানিয়ে বলেন, ‘এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলছে।’
এ ঘটনায় দায়ী কে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো তদন্ত করছি। শীঘ্রই আপনাদের সামনে রিপোর্ট তুলে ধরা হবে। আপনারা জানেন এখানেই গত বছর সাবিত আল হাসান নামে আরেকটি লঞ্চডুবির ঘটনা ঘটেছিল। বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে তার প্রকৃত কারণ বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে মনে হয়েছে দুজন চালকই বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।’
তবে দোষী যে বা যারাই হোক প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের শাস্তির সুপারিশ রিপোর্টে থাকবে জানিয়ে শামীম বেপারী বলেন, ‘গতবারের তদন্ত কমিটি কি সুপারিশ করেছিল আমি জানি না। তবে এবারের রিপোর্টে যারা প্রকৃত দোষী তাঁরা যেন আইনের আওতায় আসে সে ব্যাপারে সুস্পষ্ট সুপারিশ থাকবে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র ডুবে যাওয়া লঞ্চে থাকা একাধিক যাত্রীর বরাত দিয়ে জানান, লঞ্চে ৭০-৮০ জন মানুষ থাকার বিষয়টি সত্য নয়। লঞ্চে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। এর মধ্যে বেশির ভাগই সাঁতরে তীরে উঠে এসেছেন। নিখোঁজ রিপোর্ট এখন রয়েছে ৪ জন। এ ছাড়া আর কেউ নিখোঁজের রিপোর্ট করেনি। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া এম এল আফসার উদ্দিন নামে লঞ্চটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে ডুবে যাওয়া লঞ্চটিকে তোলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। সবশেষ দুপুর ১টা ২০ মিনিটে নিখোঁজ সোনারগাঁওয়ের হরিয়ান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে খাইরুন ফাতিমার (৪০) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
লঞ্চডুবির ঘটনায় এখনো নিশ্চিতভাবে নিখোঁজ রয়েছেন ৪ জন। তাঁরা হলেন-ডেমরার বাসিন্দা আবদুল্লাহ আল যাবের আদনান (৩২), মুন্সিগঞ্জের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন হাতেম (৫৫), আরোহী (৩) ও যোবায়ের হোসেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মো. শামীম বেপারী উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে জানিয়ে বলেন, ‘এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলছে।’
এ ঘটনায় দায়ী কে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো তদন্ত করছি। শীঘ্রই আপনাদের সামনে রিপোর্ট তুলে ধরা হবে। আপনারা জানেন এখানেই গত বছর সাবিত আল হাসান নামে আরেকটি লঞ্চডুবির ঘটনা ঘটেছিল। বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে তার প্রকৃত কারণ বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে মনে হয়েছে দুজন চালকই বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।’
তবে দোষী যে বা যারাই হোক প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের শাস্তির সুপারিশ রিপোর্টে থাকবে জানিয়ে শামীম বেপারী বলেন, ‘গতবারের তদন্ত কমিটি কি সুপারিশ করেছিল আমি জানি না। তবে এবারের রিপোর্টে যারা প্রকৃত দোষী তাঁরা যেন আইনের আওতায় আসে সে ব্যাপারে সুস্পষ্ট সুপারিশ থাকবে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র ডুবে যাওয়া লঞ্চে থাকা একাধিক যাত্রীর বরাত দিয়ে জানান, লঞ্চে ৭০-৮০ জন মানুষ থাকার বিষয়টি সত্য নয়। লঞ্চে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। এর মধ্যে বেশির ভাগই সাঁতরে তীরে উঠে এসেছেন। নিখোঁজ রিপোর্ট এখন রয়েছে ৪ জন। এ ছাড়া আর কেউ নিখোঁজের রিপোর্ট করেনি। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৪ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২১ দিন আগে