Ajker Patrika

বিটিআই প্রতারণা: ডিএনসিসির সাবেক-বর্তমান ৩ কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিটিআই প্রতারণা: ডিএনসিসির সাবেক-বর্তমান ৩ কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জৈব কীটনাশক বিটিআই (ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির ঘটনায় টেন্ডার মূল্যায়ন কমিটির তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার এই তিন কর্মকর্তাকে শোকজ করা হয়। এতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। 

চিঠিতে টেন্ডার প্রক্রিয়ায় পিপিআর অনুযায়ী সব কাগজপত্র দেখে মূল্যায়ন হয়েছে কিনা এবং পিপিআর–এর কোনো ব্যত্যয় হয়েছে কিনা এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

কারণ দর্শানোর নোটিশ পাওয়া তিন কর্মকর্তা হলেন, ডিএনসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, বর্তমান প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ও বর্তমান সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল। 

এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার ডিএনসিসির অবসরপ্রাপ্ত সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, তিনি এখনো কারণ দর্শানোর নোটিশ হাতে পাননি। আর রমেন্দ্র নাথ বিশ্বাসকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

একই ঘটনায় এক চীনা নাগরিকসহ বিটিআই সরবরাহকারী ৪ কর্মকর্তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে ডিএনসিসি। ক্রয় চুক্তি অনুযায়ী আমদানি না করায় মামলা করা হয়েছে মার্শাল অ্যাগ্রোভ্যাট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ ও চীনা নাগরিক লি কিউইয়াংয়ের বিরুদ্ধে। গতকাল রাতে ডিএনসিসির সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল বাদী হয়ে এ মামলা করেন। 

কারণ দর্শানোর চিঠি দেওয়া কর্মকর্তার মামলার বাদী হওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা তিনি করতেই পারেন। কারণ তিনি ভান্ডার ও ক্রয় সেকশনের অফিসার। আমরা শোকজ করে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছি, ব্যাখ্যায় ত্রুটি-বিচ্যুতি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশনের সিদ্ধান্তে এটা করা হয়েছে। আমাদের আইনজীবী জানিয়েছেন, এতে কোনো অসুবিধা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত