Ajker Patrika

চুরি করতে গিয়ে ব্যবসায়ীকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চুরি করতে গিয়ে ব্যবসায়ীকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

রাজধানীর যাত্রাবাড়ীতে চুরি করতে গিয়ে বাসায় ঢুকে তাজুল ইসলাম আকন (৪০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৪–এর বিচারক খন্দকার এ টি এম তোফায়েল এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হলেন মো. হৃদয়। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয়। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ১৯ জুলাই বেলা দেড়টার দিকে তাজুল ইসলাম শনির আখড়ার গোবিন্দপুর হাজী মসজিদ এলাকায় তাঁর ভাড়া বাসায় ফেরেন। এসে দেখেন রুমের তালা ভাঙা। ভেতরে তিনি হৃদয়কে দেখতে পেয়ে চোর, চোর বলে চিৎকার করেন। তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে হৃদয় তাজুল ইসলামকে ছুরিকাঘাত করেন। তাজুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর সময় হৃদয়কে ধরে ফেলেন প্রতিবেশীরা। তাজুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ওই দিন নিহতের ভাই নুরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। এরপর তাঁর বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। 

২০২২ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত