উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় চৈতী মজুমদারের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তাঁর প্রেমিক অভিষেক দাস (৩২) ও তাঁর বন্ধু সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর রোববার (৯ জুন) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এসি সুমন কর আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে চৈতী মজুমদার নামের এক নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। ওই মামলায় অভিষেক দাস ও সাগর নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ (রোববার) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নং সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতীর লাশ উদ্ধার করা হয়। তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি যশোরের কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে।
এ ঘটনার পরপরই চৈতীর প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তাঁর বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে চৈত্রীর বাবা বলেছেন, ‘জনৈক গোলাম রব্বানী আমাকে ফোন কল করে বলেন, আপনি কি চৈতীর বাবা, আপনার মেয়ে লুবানা হাসপাতালে ভর্তি। আপনি তাড়াতাড়ি আসেন। পরে আবার আমি ফোন করে আমার মেয়ের কী হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, আংকেল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। দ্রুত হাসপাতালে গিয়ে আমার মেয়েকে মৃত অবস্থায় জরুরি বিভাগের সামনে দেখতে পাই।’
এজাহারে তিনি আরও বলেন, ‘আমার মেয়ে ও অভিষেক দাস প্রান্ত উভয়ে দুই মাস যাবৎ ৫ নং সেক্টরের ওই বাসায় স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসতেছিল। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। অভিষেক দাস আমার মেয়েকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিত। আমার মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে।’
রাজধানীর উত্তরায় চৈতী মজুমদারের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তাঁর প্রেমিক অভিষেক দাস (৩২) ও তাঁর বন্ধু সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর রোববার (৯ জুন) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এসি সুমন কর আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে চৈতী মজুমদার নামের এক নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। ওই মামলায় অভিষেক দাস ও সাগর নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ (রোববার) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নং সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতীর লাশ উদ্ধার করা হয়। তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি যশোরের কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে।
এ ঘটনার পরপরই চৈতীর প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তাঁর বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে চৈত্রীর বাবা বলেছেন, ‘জনৈক গোলাম রব্বানী আমাকে ফোন কল করে বলেন, আপনি কি চৈতীর বাবা, আপনার মেয়ে লুবানা হাসপাতালে ভর্তি। আপনি তাড়াতাড়ি আসেন। পরে আবার আমি ফোন করে আমার মেয়ের কী হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, আংকেল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। দ্রুত হাসপাতালে গিয়ে আমার মেয়েকে মৃত অবস্থায় জরুরি বিভাগের সামনে দেখতে পাই।’
এজাহারে তিনি আরও বলেন, ‘আমার মেয়ে ও অভিষেক দাস প্রান্ত উভয়ে দুই মাস যাবৎ ৫ নং সেক্টরের ওই বাসায় স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসতেছিল। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। অভিষেক দাস আমার মেয়েকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিত। আমার মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৪ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫