Ajker Patrika

লিভ টুগেদারে থাকা তরুণীর মৃত্যু: প্রেমিক ও তাঁর বন্ধুকে গ্রেপ্তার দেখাল পুলিশ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৪, ০১: ২২
লিভ টুগেদারে থাকা তরুণীর মৃত্যু: প্রেমিক ও তাঁর বন্ধুকে গ্রেপ্তার দেখাল পুলিশ

রাজধানীর উত্তরায় চৈতী মজুমদারের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তাঁর প্রেমিক অভিষেক দাস (৩২) ও তাঁর বন্ধু সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর রোববার (৯ জুন) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এসি সুমন কর আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে চৈতী মজুমদার নামের এক নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। ওই মামলায় অভিষেক দাস ও সাগর নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ (রোববার) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নং সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতীর লাশ উদ্ধার করা হয়। তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি যশোরের কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে।

এ ঘটনার পরপরই চৈতীর প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তাঁর বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে চৈত্রীর বাবা বলেছেন, ‘জনৈক গোলাম রব্বানী আমাকে ফোন কল করে বলেন, আপনি কি চৈতীর বাবা, আপনার মেয়ে লুবানা হাসপাতালে ভর্তি। আপনি তাড়াতাড়ি আসেন। পরে আবার আমি ফোন করে আমার মেয়ের কী হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, আংকেল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। দ্রুত হাসপাতালে গিয়ে আমার মেয়েকে মৃত অবস্থায় জরুরি বিভাগের সামনে দেখতে পাই।’

এজাহারে তিনি আরও বলেন, ‘আমার মেয়ে ও অভিষেক দাস প্রান্ত উভয়ে দুই মাস যাবৎ ৫ নং সেক্টরের ওই বাসায় স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসতেছিল। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। অভিষেক দাস আমার মেয়েকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিত। আমার মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত