গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে চুরির অভিযোগে জনসম্মুখে এক কিশোরকে পেটাচ্ছিলেন সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদুল হক। এ সময় সেই মারধরের ভিডিও করায় আরেক কিশোরকে বেধড়ক পিটিয়েছেন তিনি।
গতকাল সোমবার থেকে মারধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে গত ২৭ জুলাই (বুধবার) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিকেবাড়ি এলাকায় একটি মাঠে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে চেয়ারে বসে আছেন ইউপি সদস্য রাশেদুল হক। তাঁর চারপাশে শতাধিক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। আর তাঁর সামনে মাটিতে বসা দুই কিশোর। তাঁদের মধ্যে একজন পিটুনি খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তারপরেও পেটানো হচ্ছে। সে হাত তুলে মাফ চেয়ে পিটুনি থেকে বাঁচা চেষ্টা করছে। এমন অবস্থাতেও ইউপি সদস্য রাশেদুল হক লাঠি দিয়ে কিশোরকে পেটাচ্ছেন আর গালিগালাজ করছেন। এ সময় ইউপি সদস্যকে বলতে শোনা যায় ‘ভিডিও করলি কেন?’
এ নিয়ে বিকেবাড়ি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ইউপি সদস্য রাশেদুল হক এলাকায় তাঁর খেয়াল খুশি মতো বিচারের নামে লোকজনকে মারধর করেন। গত ২৭ জুলাই বিকেলে চুরির অভিযোগে এক কিশোর ধরে আনা হলে তিনি তাকে মারধর করেন। ওই কিশোরকে মারধর করার সময় সেখানে উপস্থিত অপর এক কিশোর সেটি ভিডিও ধারণ করছিল। এ সময় মেম্বার তাঁকেও ধরে এনে মারধর করা কিশোরের পাশেই পেটান। কিন্তু তাদের বাড়ি ওই এলাকার না হওয়ায় কিশোরদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ইউপি সদস্য রাশেদুল হক বলেন, এক কিশোর এলাকায় আগেও বিভিন্ন জনের মোবাইল, ঘরের দরকারি জিনিসপত্র চুরি করে আগেও ধরা পড়েছে। বিভিন্ন সময়ে তাকে শাসন করে ছেড়ে দেওয়া হয়েছে। একবার পুলিশে দেওয়া হয়েছে। কিন্তু সে ভালো হয়নি।
ইউপি সদস্য আরও বলেন, ‘ওই কিশোর স্থানীয় জসিম পোলট্রি থেকে মুরগি চুরি করেছে। পোলট্রির ম্যানেজার বাচ্চুসহ অন্যরা কিশোরকে তিনটি মুরগিসহ হাতেনাতে ধরে আমার কাছে নিয়ে আসে। চুরি করার অভিযোগে তাকে আমি ‘শাসন’ করেছি। ‘শাসন’ করার সময় এখানে উপস্থিত আরেক যুবক ভিডিও করছিল। এ জন্য তাকেও ‘শাসন’ করেছি। আমি কাউকে মারধর করিনি।’
ইউপি সদস্যের দাবি করেন, ‘‘শাসন’ করার সময় কয়েকশত মানুষ উপস্থিত ছিল। সকলেই আমাকে সমর্থন দিয়েছে। কেউ কোনো প্রতিবাদ করেনি। ওই দুজনের কেউই স্থানীয় নয়।’
এ বিষয়ে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুসল্লী বলেন, ‘আমি লোকমুখে ঘটনা শুনে ওই মেম্বারকে বিষয়টি জানতে চেয়েছি। তিনি আমাকে ঘটনা জানিয়েছেন। পরে আমি মেম্বার সাহেবকে বলেছি, কাজটা তিনি ঠিক করেননি।’
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ঘটনার শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে চুরির অভিযোগে জনসম্মুখে এক কিশোরকে পেটাচ্ছিলেন সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদুল হক। এ সময় সেই মারধরের ভিডিও করায় আরেক কিশোরকে বেধড়ক পিটিয়েছেন তিনি।
গতকাল সোমবার থেকে মারধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে গত ২৭ জুলাই (বুধবার) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিকেবাড়ি এলাকায় একটি মাঠে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে চেয়ারে বসে আছেন ইউপি সদস্য রাশেদুল হক। তাঁর চারপাশে শতাধিক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। আর তাঁর সামনে মাটিতে বসা দুই কিশোর। তাঁদের মধ্যে একজন পিটুনি খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তারপরেও পেটানো হচ্ছে। সে হাত তুলে মাফ চেয়ে পিটুনি থেকে বাঁচা চেষ্টা করছে। এমন অবস্থাতেও ইউপি সদস্য রাশেদুল হক লাঠি দিয়ে কিশোরকে পেটাচ্ছেন আর গালিগালাজ করছেন। এ সময় ইউপি সদস্যকে বলতে শোনা যায় ‘ভিডিও করলি কেন?’
এ নিয়ে বিকেবাড়ি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ইউপি সদস্য রাশেদুল হক এলাকায় তাঁর খেয়াল খুশি মতো বিচারের নামে লোকজনকে মারধর করেন। গত ২৭ জুলাই বিকেলে চুরির অভিযোগে এক কিশোর ধরে আনা হলে তিনি তাকে মারধর করেন। ওই কিশোরকে মারধর করার সময় সেখানে উপস্থিত অপর এক কিশোর সেটি ভিডিও ধারণ করছিল। এ সময় মেম্বার তাঁকেও ধরে এনে মারধর করা কিশোরের পাশেই পেটান। কিন্তু তাদের বাড়ি ওই এলাকার না হওয়ায় কিশোরদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ইউপি সদস্য রাশেদুল হক বলেন, এক কিশোর এলাকায় আগেও বিভিন্ন জনের মোবাইল, ঘরের দরকারি জিনিসপত্র চুরি করে আগেও ধরা পড়েছে। বিভিন্ন সময়ে তাকে শাসন করে ছেড়ে দেওয়া হয়েছে। একবার পুলিশে দেওয়া হয়েছে। কিন্তু সে ভালো হয়নি।
ইউপি সদস্য আরও বলেন, ‘ওই কিশোর স্থানীয় জসিম পোলট্রি থেকে মুরগি চুরি করেছে। পোলট্রির ম্যানেজার বাচ্চুসহ অন্যরা কিশোরকে তিনটি মুরগিসহ হাতেনাতে ধরে আমার কাছে নিয়ে আসে। চুরি করার অভিযোগে তাকে আমি ‘শাসন’ করেছি। ‘শাসন’ করার সময় এখানে উপস্থিত আরেক যুবক ভিডিও করছিল। এ জন্য তাকেও ‘শাসন’ করেছি। আমি কাউকে মারধর করিনি।’
ইউপি সদস্যের দাবি করেন, ‘‘শাসন’ করার সময় কয়েকশত মানুষ উপস্থিত ছিল। সকলেই আমাকে সমর্থন দিয়েছে। কেউ কোনো প্রতিবাদ করেনি। ওই দুজনের কেউই স্থানীয় নয়।’
এ বিষয়ে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুসল্লী বলেন, ‘আমি লোকমুখে ঘটনা শুনে ওই মেম্বারকে বিষয়টি জানতে চেয়েছি। তিনি আমাকে ঘটনা জানিয়েছেন। পরে আমি মেম্বার সাহেবকে বলেছি, কাজটা তিনি ঠিক করেননি।’
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ঘটনার শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪