Ajker Patrika

আত্মসমর্পণের পরেও ইয়াবা কারবার, ইয়াবা-স্বর্ণসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১১: ২০
আত্মসমর্পণের পরেও ইয়াবা কারবার, ইয়াবা-স্বর্ণসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণের পরেও ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে অনেক আত্মস্বীকৃত ইয়াবা কারবারি। তাঁরা আত্মসমর্পণ করে প্রায় দুই বছর কারাভোগ করে এলাকায় এসে পুনরায় ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছেন। আত্মসমর্পণ করা এমন এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় একজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া গ্রামের আত্মস্বীকৃত ইয়াবা কারবারি ইদ্রিসের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় তাঁর সহযোগী পুরাতন রোহিঙ্গা মো. কাশেম (৪০) নামের একজনকে আটক করে পুলিশ। এ সময় ইদ্রিস পালিয়ে যান। তিনি স্থানীয় মকতুল হোসাইনের ছেলে। 
 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সব ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

ওসি বলেন, ‘ইয়াবার প্রকৃত মালিক ইদ্রিস ১০২ জন আত্মসমর্পণকারী মাদক সিন্ডিকেটের একজন সদস্য। আত্মসমর্পণের পরেও তিনি এই অবৈধ মাদক কারবার পরিচালনা করে আসছেন। ইয়াবা লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ইদ্রিস পালিয়ে যান। এ সময় তাঁর সহযোগীকে আটক করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘টেকনাফের অনেক আত্মসমর্পণকারী এখনো ইদ্রিসের মতো বিশাল মাদকের চালান অবৈধভাবে নাফ নদী পেরিয়ে মিয়ানমার হতে দেশে আমদানি করছে। গড়ে তুলেছে অবৈধ সম্পদের পাহাড়। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার ও পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত