Ajker Patrika

স্বামীর খোঁজে বৈদ্যের কাছে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪: ৫২
স্বামীর খোঁজে বৈদ্যের কাছে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে স্বামীর খোঁজে বৈদ্যের কাছে গিয়ে এক প্রবাসীর স্ত্রীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাটহাজারী থানায় অভিযুক্ত বৈদ্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। 

গত সোমবার রাত ৯টায় হাটহাজারী উপজেলার বাথুয়া এলাকার নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলী প্রকাশ পানি বাবাকে (৬২) গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী বাথুয়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। 

র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ভুক্তভোগীর সঙ্গে এক প্রবাসীর ১৮ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে একটি সন্তান রয়েছে। ভুক্তভোগীর স্বামী গত ছয় বছর ধরে মালয়েশিয়ার থাকেন। কিন্তু গত তিন মাস ধরে হঠাৎ করে স্বামীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় তাঁর। 

স্বামীর সঙ্গে যোগাযোগ করার জন্য এক প্রতিবেশীর পরামর্শে দ্বারস্থ হন বৈদ্য মোহাম্মদ আলীর। গত শনিবার শেষবারের মতো পানি পড়া খেতে এবার নিজের আখড়া হাটহাজারীতে যেতে বলেন পানি বাবা মোহাম্মদ আলী। সেখানে কৌশলে ওই প্রবাসীর স্ত্রীকে পানির ভেতরে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেন বৈদ্য মোহাম্মদ আলী। সেই পানি পড়া খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাঁকে ধর্ষণ করা হয়। এ ঘটনার দুই দিন পর গত সোমবার র‍্যাবের কাছে অভিযোগ দেন ওই প্রবাসীর স্ত্রী। এরপর র‍্যাব অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। 

র‍্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি একজন ভুয়া কবিরাজ। প্রতারণার মাধ্যমে মানুষকে তিনি বিভিন্নভাবে তাবিজ ও পানি পড়া দেন। এরপর বিভিন্ন কৌশলে অসহায় নারীদের নিয়ে এসে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন। এ ছাড়া তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। 

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা আজকের পত্রিকাকে জানান, অভিযুক্ত বৈদ্য মোহাম্মদ আলী প্রকাশ পানি বাবার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত