চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিককে মারধরের ঘটনায় ছয় মাসের জন্য বহিষ্কার হওয়া দুই ছাত্রলীগ নেতা নিয়মিত হলে থাকছেন। এমনকি গতকাল বুধবার শাহ আমানত হলে তাঁদের ঘটা করে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মারধরের শিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদ।
দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ এবং উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেন।
ভুক্তভোগী দোস্ত মোহাম্মদ লিখেছেন, গত ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চবির স্টেশনের একটি চায়ের দোকানের সামনে চেয়ারে বসা নিয়ে আমাকে অন্যায়ভাবে বেধড়ক মারধর করে কতিপয় ছাত্রলীগ নামধারী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ, উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেনসহ তাঁদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন জড়িত ছিল। এ বিষয়ে উপাচার্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ২২ জুন দোষীদের ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো মামলা করেনি।
তিনি আরও জানান, দোষীরা বহিষ্কার হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশগ্রহণ ও হলে অবস্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছে। বহিষ্কৃতরা আমাকে দেখার পর উপহাসমূলক অঙ্গভঙ্গি করে থাকে। তাদের এমন আচরণে আমি খুবই শঙ্কিত। পাশাপাশি এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় আমি অনিরাপদ বোধ করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, সাংবাদিক মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করলেও অপরাধীরা হলে অবস্থান এবং ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অপরাধীরা বহিষ্কার হওয়ার পরও তাদের কোনো ধরনের অপরাধবোধ দেখা যায়নি ৷ আমরা শাস্তির বিষয়ে সন্তুষ্ট ছিলাম না। শাস্তি বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে বারবার বলে আসছিলাম। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু আমরা তার কোন লক্ষ্মণ দেখছি না। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
বহিষ্কৃতরা আবাসিক হলে থেকে জন্মদিনের কেক কাটার বিষয়ে জানতে চাইলে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, বহিষ্কৃতরা হলে থাকলে আমরা ব্যবস্থা নেব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিককে মারধরের ঘটনায় ছয় মাসের জন্য বহিষ্কার হওয়া দুই ছাত্রলীগ নেতা নিয়মিত হলে থাকছেন। এমনকি গতকাল বুধবার শাহ আমানত হলে তাঁদের ঘটা করে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মারধরের শিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদ।
দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ এবং উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেন।
ভুক্তভোগী দোস্ত মোহাম্মদ লিখেছেন, গত ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চবির স্টেশনের একটি চায়ের দোকানের সামনে চেয়ারে বসা নিয়ে আমাকে অন্যায়ভাবে বেধড়ক মারধর করে কতিপয় ছাত্রলীগ নামধারী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ, উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেনসহ তাঁদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন জড়িত ছিল। এ বিষয়ে উপাচার্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ২২ জুন দোষীদের ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো মামলা করেনি।
তিনি আরও জানান, দোষীরা বহিষ্কার হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশগ্রহণ ও হলে অবস্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছে। বহিষ্কৃতরা আমাকে দেখার পর উপহাসমূলক অঙ্গভঙ্গি করে থাকে। তাদের এমন আচরণে আমি খুবই শঙ্কিত। পাশাপাশি এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় আমি অনিরাপদ বোধ করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, সাংবাদিক মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করলেও অপরাধীরা হলে অবস্থান এবং ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অপরাধীরা বহিষ্কার হওয়ার পরও তাদের কোনো ধরনের অপরাধবোধ দেখা যায়নি ৷ আমরা শাস্তির বিষয়ে সন্তুষ্ট ছিলাম না। শাস্তি বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে বারবার বলে আসছিলাম। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু আমরা তার কোন লক্ষ্মণ দেখছি না। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
বহিষ্কৃতরা আবাসিক হলে থেকে জন্মদিনের কেক কাটার বিষয়ে জানতে চাইলে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, বহিষ্কৃতরা হলে থাকলে আমরা ব্যবস্থা নেব।
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২০ ঘণ্টা আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৪ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪