চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিককে মারধরের ঘটনায় ছয় মাসের জন্য বহিষ্কার হওয়া দুই ছাত্রলীগ নেতা নিয়মিত হলে থাকছেন। এমনকি গতকাল বুধবার শাহ আমানত হলে তাঁদের ঘটা করে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মারধরের শিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদ।
দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ এবং উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেন।
ভুক্তভোগী দোস্ত মোহাম্মদ লিখেছেন, গত ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চবির স্টেশনের একটি চায়ের দোকানের সামনে চেয়ারে বসা নিয়ে আমাকে অন্যায়ভাবে বেধড়ক মারধর করে কতিপয় ছাত্রলীগ নামধারী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ, উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেনসহ তাঁদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন জড়িত ছিল। এ বিষয়ে উপাচার্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ২২ জুন দোষীদের ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো মামলা করেনি।
তিনি আরও জানান, দোষীরা বহিষ্কার হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশগ্রহণ ও হলে অবস্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছে। বহিষ্কৃতরা আমাকে দেখার পর উপহাসমূলক অঙ্গভঙ্গি করে থাকে। তাদের এমন আচরণে আমি খুবই শঙ্কিত। পাশাপাশি এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় আমি অনিরাপদ বোধ করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, সাংবাদিক মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করলেও অপরাধীরা হলে অবস্থান এবং ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অপরাধীরা বহিষ্কার হওয়ার পরও তাদের কোনো ধরনের অপরাধবোধ দেখা যায়নি ৷ আমরা শাস্তির বিষয়ে সন্তুষ্ট ছিলাম না। শাস্তি বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে বারবার বলে আসছিলাম। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু আমরা তার কোন লক্ষ্মণ দেখছি না। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
বহিষ্কৃতরা আবাসিক হলে থেকে জন্মদিনের কেক কাটার বিষয়ে জানতে চাইলে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, বহিষ্কৃতরা হলে থাকলে আমরা ব্যবস্থা নেব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিককে মারধরের ঘটনায় ছয় মাসের জন্য বহিষ্কার হওয়া দুই ছাত্রলীগ নেতা নিয়মিত হলে থাকছেন। এমনকি গতকাল বুধবার শাহ আমানত হলে তাঁদের ঘটা করে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মারধরের শিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদ।
দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ এবং উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেন।
ভুক্তভোগী দোস্ত মোহাম্মদ লিখেছেন, গত ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চবির স্টেশনের একটি চায়ের দোকানের সামনে চেয়ারে বসা নিয়ে আমাকে অন্যায়ভাবে বেধড়ক মারধর করে কতিপয় ছাত্রলীগ নামধারী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ, উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেনসহ তাঁদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন জড়িত ছিল। এ বিষয়ে উপাচার্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ২২ জুন দোষীদের ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো মামলা করেনি।
তিনি আরও জানান, দোষীরা বহিষ্কার হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশগ্রহণ ও হলে অবস্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছে। বহিষ্কৃতরা আমাকে দেখার পর উপহাসমূলক অঙ্গভঙ্গি করে থাকে। তাদের এমন আচরণে আমি খুবই শঙ্কিত। পাশাপাশি এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় আমি অনিরাপদ বোধ করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, সাংবাদিক মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করলেও অপরাধীরা হলে অবস্থান এবং ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অপরাধীরা বহিষ্কার হওয়ার পরও তাদের কোনো ধরনের অপরাধবোধ দেখা যায়নি ৷ আমরা শাস্তির বিষয়ে সন্তুষ্ট ছিলাম না। শাস্তি বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে বারবার বলে আসছিলাম। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু আমরা তার কোন লক্ষ্মণ দেখছি না। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
বহিষ্কৃতরা আবাসিক হলে থেকে জন্মদিনের কেক কাটার বিষয়ে জানতে চাইলে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, বহিষ্কৃতরা হলে থাকলে আমরা ব্যবস্থা নেব।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে