Ajker Patrika

সীতাকুণ্ডে ফের সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ফের সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় এ মামলা দায়ের করা হয়।

আসামিরা হলেন-মো. সাদ্দাম হোসেন (৩৮), মো. দেলোয়ার হোসেন (৩৮), মো. জাহেদ (২৬), মো. জাহাঙ্গীর (৩৫) ও অপরজন অজ্ঞাত। 

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এক গৃহবধূকে (২২) জিম্মি করেন আসামিরা। পরে ওই গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন তাঁরা। পরে অন্য দুই জায়গায় নিয়ে গিয়েও গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। আসামিরা পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করেন। এ সময় গৃহবধূর ভাগনে ও ফুপাতো ভাই এগিয়ে এলে আসামিরা তাঁদের মারধর করে আহত করেন। শুধু তাই নয়, কাউকে কিছু জানালে ওই গৃহবধূকে হত্যার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন আসামিরা। 

এ ঘটনার পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ সীতাকুণ্ড থানায় পাঁচ ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এ বিসয়ে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, এর আগে গত ২৩ জুলাই সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে এক গার্মেন্টসকর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই সময় এক রিকশাচালক-৯৯৯ এ কল করে ঘটনাটি জানালে পুলিশ মো. ইমতিয়াজ বাপ্পি নামে একজনকে গ্রেপ্তার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত