Ajker Patrika

সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১২: ০০
সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

গতকাল শনিবার রাতে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বড় দারোগারহাট সহস্রধারা ঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ডের পৌর সদরের মধ্যম এয়াকুবনগর এলাকার মৃত নুরুল আবছারের পুত্র রবিউল হোসেন ওরফে বাবলু (৩২) এবং একই এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র মো. আলমগীর হোসেন ওরফে পিস্তল আলমগীর (৩২)। গ্রেপ্তার বাবলু ওয়ার্ড যুবদলের সভাপতি ও আলমগীর সদস্য বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। রোববার সকালে অস্ত্র আইনে মামলা দায়েরের পর দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে জানান, গত বছরের ২০ নভেম্বর সন্ধ্যায় সীতাকুণ্ডের নুনাছড়া বটতলা পেট্রলপাম্প-সংলগ্ন মৃদুলা হোটেলের ভেতরে যুবলীগ নেতা ইউসুফকে বাবলু ও আলমগীরসহ তাদের সঙ্গে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় মামলা দায়েরের পর তারা আত্মগোপনে চলে যায়। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থানের খবর পেয়ে বড় দরোগারহাট সহস্র ধারা ঝর্ণার সংলগ্ন স্লুইস গেট এলাকায় উপপরিদর্শক (এসআই) মুকিব হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে দুটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, গ্রেপ্তার দুজন যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার আসামি। তাঁরা দুজন যুবদলের দুর্ধর্ষ অস্ত্রধারী সক্রিয় ক্যাডার। তাঁরা ২০১৩-২০১৪ সালের অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে যুবদলের ক্যাডার বাবলুর বিরুদ্ধে ডাকাতি, খুন, নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনে ১৩টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে, যার মধ্যে বাবলুর বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং আলমগীরের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ রোববার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত