Ajker Patrika

ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে চালককে হত্যা, পুলিশের ধারণা পূর্ব শত্রুতা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে চালককে হত্যা, পুলিশের ধারণা পূর্ব শত্রুতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে চালক মো. একরাম হোসেনকে (২০) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিস গেটের সামনে এ ঘটনা ঘটে। 

মৃত একরাম হোসেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার চান মিয়া চৌকিদার বাড়ির নুরুল আফসারের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাড়বকুণ্ড বাজার থেকে যাত্রীবেশে একদল ছিনতাইকারী একরামের সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি মহাসড়কের ফায়ার সার্ভিস গেট এলাকা অতিক্রমকালে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করেন। পরে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। কিন্তু একরাম তাতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। একপর্যায়ে একরামের আর্তচিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। 

ঘটনার পর স্থানীয়রা আহতাবস্থায় একরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক একরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।  

অটোরিকশার মালিকের ভাই জাহেদ হোসেন জানান, তিনি চট্টগ্রাম শহর থেকে আসার সময় ফায়ার সার্ভিস গেট এলাকায় মানুষের জটলা দেখে গাড়ি থেকে সেখানে নামেন এবং সেখানে গিয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা একরামকে শনাক্ত করেন। তাৎক্ষণিক বিষয়টি সীতাকুণ্ড থানা-পুলিশকে অবহিত করেন তিনি। একই সঙ্গে একরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান একরাম।

জাহেদ হোসেন আরও জানান, একরামের শরীরে একাধিক ছুরিকাঘাতের গভীর ক্ষতের পাশাপাশি বুকে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশাটি ছিনতাই করতে না পারায় ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন তিনি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত ) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার ঘটনাটি ছিনতাই কিংবা পূর্বপরিকল্পিত ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত