আমতলী (বরগুনা) প্রতিনিধি
গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ চক্রের হাত থেকে মানুষকে রক্ষায় গণবিজ্ঞপ্তি দিয়েছে বরগুনা জেলা প্রশাসক।
আজ শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়ম বন্ধ হবে।
জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারকদের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুতই উপজেলার সর্বত্র মাইকিং করবেন।’
এর আগে ১৫ বছর ধরে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে কিছু রাজনৈতিক নেতা চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু ভুক্তভোগীরা এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছিলেন না। নীরবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে তাঁরা হয়রানির শিকার হয়ে আসছেন।
৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয়লাভ করেন। এরপর তিনি নিয়োগে ঘুষ-বাণিজ্য বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। এমপির এমন বক্তব্যে ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদের সাহস জোগায়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গণবিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক।
এদিকে গণবিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।
গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ চক্রের হাত থেকে মানুষকে রক্ষায় গণবিজ্ঞপ্তি দিয়েছে বরগুনা জেলা প্রশাসক।
আজ শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়ম বন্ধ হবে।
জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারকদের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুতই উপজেলার সর্বত্র মাইকিং করবেন।’
এর আগে ১৫ বছর ধরে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে কিছু রাজনৈতিক নেতা চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু ভুক্তভোগীরা এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছিলেন না। নীরবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে তাঁরা হয়রানির শিকার হয়ে আসছেন।
৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয়লাভ করেন। এরপর তিনি নিয়োগে ঘুষ-বাণিজ্য বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। এমপির এমন বক্তব্যে ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদের সাহস জোগায়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গণবিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক।
এদিকে গণবিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪