Ajker Patrika

নিয়োগে ঘুষ-অনিয়ম বন্ধে বরগুনা জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৯: ২৮
নিয়োগে ঘুষ-অনিয়ম বন্ধে বরগুনা জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি 

গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ চক্রের হাত থেকে মানুষকে রক্ষায় গণবিজ্ঞপ্তি দিয়েছে বরগুনা জেলা প্রশাসক। 

আজ শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়ম বন্ধ হবে। 

জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারকদের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুতই উপজেলার সর্বত্র মাইকিং করবেন।’ 

এর আগে ১৫ বছর ধরে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে কিছু রাজনৈতিক নেতা চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু ভুক্তভোগীরা এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছিলেন না। নীরবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে তাঁরা হয়রানির শিকার হয়ে আসছেন। 

৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয়লাভ করেন। এরপর তিনি নিয়োগে ঘুষ-বাণিজ্য বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। এমপির এমন বক্তব্যে ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদের সাহস জোগায়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গণবিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক। 

এদিকে গণবিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত