প্রতিনিধি, বরগুনা
বরগুনায় ধর্ষণের অভিযোগে মামলা করার পর বিরুদ্ধে উল্টো চাঁদাবাজি মামলায় পালিয়ে বেড়াচ্ছেন এক গৃহবধূ।
ভুক্তভোগী গৃহবধূর ছোট বোন জানান, গত ১৬ আগস্ট সন্ধ্যার পর বাজারে আজাদ ইলেকট্রনিকস নামের একটি দোকানে ফ্যান কিনতে যান তিনি। ওই দোকানের মালিক আবুল কালাম আজাদ গৃহবধূকে জানান, স্ট্যান্ড ফ্যান দোকানে নেই, গোডাউনে রাখা আছে, ওখান থেকে পছন্দ করে নিতে হবে। এরপর দোকান মালিক ফ্যান দেখানোর কথা বলে শহরের পোস্ট অফিস সংলগ্ন একটি বাসায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন।
বাসায় ফিরে তিনি বিষয়টি তাঁর স্বামী ও ছোট বোনকে জানান। তাঁদের পরামর্শে ঘটনার পরের দিন সন্ধ্যায় বরগুনা সদর থানায় গিয়ে পুলিশকে জানান তিনি। পুলিশের পরামর্শে ওই গৃহবধূ বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। কিন্তু বিচারক না থাকায় মামলার শুনানি হয়নি। মামলার বিষয়টি টের পেয়ে কালাম বরগুনা থানায় চাঁদাবাজির অভিযোগ এনে গতকাল বুধবার দুপুরে গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। কালামের করা মামলায় পুলিশ একাধিকবার ওই গৃহবধূকে গ্রেপ্তার করতে বাসায় অভিযান চালায়। গ্রেপ্তারের ভয়ে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন।
গৃহবধূর স্বামী বলেন, ধর্ষক বাজারে ব্যবসা করায় তাঁর পক্ষে প্রভাবশালী কিছু লোক ইন্ধন দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। উল্টো আমাদের পুলিশ দিয়ে হয়রানি করছে। পুলিশের ভয়ে নিজে বাদী হয়ে আদালতে দাখিল করা মামলাটির শুনানিতেও অংশ নিতে পারছেন না গৃহবধূ।
এ ব্যাপারে জানতে চাইলে বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ সেটি তদন্ত করছে। ওই নারীর অভিযোগের বিষয়ে আদালত থেকে নির্দেশনা পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
বরগুনায় ধর্ষণের অভিযোগে মামলা করার পর বিরুদ্ধে উল্টো চাঁদাবাজি মামলায় পালিয়ে বেড়াচ্ছেন এক গৃহবধূ।
ভুক্তভোগী গৃহবধূর ছোট বোন জানান, গত ১৬ আগস্ট সন্ধ্যার পর বাজারে আজাদ ইলেকট্রনিকস নামের একটি দোকানে ফ্যান কিনতে যান তিনি। ওই দোকানের মালিক আবুল কালাম আজাদ গৃহবধূকে জানান, স্ট্যান্ড ফ্যান দোকানে নেই, গোডাউনে রাখা আছে, ওখান থেকে পছন্দ করে নিতে হবে। এরপর দোকান মালিক ফ্যান দেখানোর কথা বলে শহরের পোস্ট অফিস সংলগ্ন একটি বাসায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন।
বাসায় ফিরে তিনি বিষয়টি তাঁর স্বামী ও ছোট বোনকে জানান। তাঁদের পরামর্শে ঘটনার পরের দিন সন্ধ্যায় বরগুনা সদর থানায় গিয়ে পুলিশকে জানান তিনি। পুলিশের পরামর্শে ওই গৃহবধূ বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। কিন্তু বিচারক না থাকায় মামলার শুনানি হয়নি। মামলার বিষয়টি টের পেয়ে কালাম বরগুনা থানায় চাঁদাবাজির অভিযোগ এনে গতকাল বুধবার দুপুরে গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। কালামের করা মামলায় পুলিশ একাধিকবার ওই গৃহবধূকে গ্রেপ্তার করতে বাসায় অভিযান চালায়। গ্রেপ্তারের ভয়ে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন।
গৃহবধূর স্বামী বলেন, ধর্ষক বাজারে ব্যবসা করায় তাঁর পক্ষে প্রভাবশালী কিছু লোক ইন্ধন দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। উল্টো আমাদের পুলিশ দিয়ে হয়রানি করছে। পুলিশের ভয়ে নিজে বাদী হয়ে আদালতে দাখিল করা মামলাটির শুনানিতেও অংশ নিতে পারছেন না গৃহবধূ।
এ ব্যাপারে জানতে চাইলে বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ সেটি তদন্ত করছে। ওই নারীর অভিযোগের বিষয়ে আদালত থেকে নির্দেশনা পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪