Ajker Patrika

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবৃত্তিশিল্পীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৮: ১৬
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবৃত্তিশিল্পীর আত্মহত্যা

বরিশাল নগরে শামসুন্নাহার নিপা নামে এক আবৃত্তিশিল্পী আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিপা নগরের উত্তর মল্লিক রোডের মৃত ফজলুল করিমের মেয়ে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

সংস্কৃতি কর্মী অনিকেত মাসুদ জানান, নিপা বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য ছিলেন। আবৃত্তিতে এ বছর জিয়াউল হক স্বর্ণপদকও পান। আত্মহত্যার আগে নিপা ফেসবুকে ‘সব প্রস্থান বিদায় নয়’-এমন পোস্ট দিয়েছিলেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম সাংবাদিকদের জানান, মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে নিপা এমনটাই জানা গেছে সংস্কৃতি কর্মীদের মাধ্যমে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত