Ajker Patrika

বরিশালে ছুরিকাঘাতে যুবককে হত্যা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ৫১
বরিশালে ছুরিকাঘাতে যুবককে হত্যা

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি খ্রিষ্টান কলোনিতে ছুরিকাঘাতে দিপু হালদার (৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খ্রিষ্টান কলোনিতে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতকারী কুডু মিস্ত্রিকে (৪৫) রাতেই পুলিশ আটক করেছে। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দিপু হালদার বীর মুক্তিযোদ্ধা রমেন্দ্র নাথ হালদারের ছেলে। 

এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী এক বিবৃতিতে দিপুকে হত্যার নিন্দা জানিয়েছেন। তাঁরা বলেন, দিপু শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য ও ২৯ নম্বর ওয়ার্ডের সংগঠক। মাদকাসক্ত কুডু মিস্ত্রির ছুরিকাঘাতে দিপু নিহত হয়েছেন। বাসদ হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

নগরের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ জানান, দিপু ও কুডু দুজনই ইছাকাঠি খ্রিষ্টান কলোনির বাসিন্দা। দুজনেই পেশায় কাঠমিস্ত্রি। তাঁরা একসঙ্গে মাদক সেবন করতেন। এ নিয়েই বিরোধের জের ধরে কলোনির মধ্যে কুডু মিস্ত্রি দিপুকে ছুরিকাঘাত করেন। দিপুকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে কলোনি থেকে কুডুকে আটক করেছে।

ওসি কমলেশ হালদার জানান, খুনের কারণ উদ্ঘাটনে কুডুকে জিজ্ঞাসাবাদ চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত