Ajker Patrika

দৌলতখানে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৭: ৪৮
Thumbnail image

ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে আ. কাদের (৩৫), বাহাউদ্দীন (৩০), আলামিন (৩২) ও রাকিব (২৩) দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, একই বাড়ির জয়নাল ও আলামিন লোকজনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে আলামিনের লোকজন জয়নালের লোকজনের ভোগদখলীয় জমি জোর করে দখল করতে যান। এ সময় জয়নালের স্ত্রী আম্বিয়া খাতুন ও ছেলে আব্দুল কাদের বাধা দিলে তাঁদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

আহত আ. কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘আলামিন গংরা দলবলসহ আমাদের জমি দখল করতে যায়। এতে বাধা দিলে হামলা করে।’ 

এ ব্যাপারে আলামিন বলেন, ‘জয়নাল গংরা তাঁদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলে করতে চায়।’ 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সত্ত রঞ্জন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত