ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বহিরাগতদের হামলায় আহত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে ত্রিবেনী এলাকার রবিউল ইসলাম মেসে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, এ হামলার নেপথ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাঁর নেতৃত্বে অন্তত ৪০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে ছিল লাঠি, বাঁশ, কাঠ, রড লাইট।
শিক্ষার্থীরা জানান, গত সোমবার রাতে এক বড় ভাইয়ের বিদায় অনুষ্ঠান ছিল। সেখানে একটু শব্দ হয়। মেসের পাশেই জাহিদুল ইসলামের বাসা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মেসের ছাত্রদের এলাকাছাড়া করার হুমকি দেন। ছাত্ররা এর প্রতিবাদ করেন। তখন জাহিদুল ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন নিয়ে হামলা চালান।
মেসে শিক্ষার্থীর ওপর হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। হামলার প্রতিবাদে রাত ১২টা ২০ মিনিটে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত কর্মকর্তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁকে স্থায়ী বরখাস্তের দাবি জানান। একপর্যায়ে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
গতকাল বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করেন সাধারণ শিক্ষার্থীদের একটি দল। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে জাহিদুলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।
তবে অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। বিনা কারণে অভিযুক্ত করে আমার বাড়ির গেটে ইট-পাটকেল মেরেছে। আমি বিষয়টি প্রক্টরকে জানিয়েছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, যেটা করলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে, সেটাই করা হবে।
বহিরাগতদের হামলায় আহত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে ত্রিবেনী এলাকার রবিউল ইসলাম মেসে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, এ হামলার নেপথ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাঁর নেতৃত্বে অন্তত ৪০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে ছিল লাঠি, বাঁশ, কাঠ, রড লাইট।
শিক্ষার্থীরা জানান, গত সোমবার রাতে এক বড় ভাইয়ের বিদায় অনুষ্ঠান ছিল। সেখানে একটু শব্দ হয়। মেসের পাশেই জাহিদুল ইসলামের বাসা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মেসের ছাত্রদের এলাকাছাড়া করার হুমকি দেন। ছাত্ররা এর প্রতিবাদ করেন। তখন জাহিদুল ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন নিয়ে হামলা চালান।
মেসে শিক্ষার্থীর ওপর হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। হামলার প্রতিবাদে রাত ১২টা ২০ মিনিটে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত কর্মকর্তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁকে স্থায়ী বরখাস্তের দাবি জানান। একপর্যায়ে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
গতকাল বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করেন সাধারণ শিক্ষার্থীদের একটি দল। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে জাহিদুলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।
তবে অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। বিনা কারণে অভিযুক্ত করে আমার বাড়ির গেটে ইট-পাটকেল মেরেছে। আমি বিষয়টি প্রক্টরকে জানিয়েছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, যেটা করলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে, সেটাই করা হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫